কেনার আগে কয়টা কথা পইড়া লন - উনি আন্দাজ করেন জে, বই হাতে পাইয়া কতগুলা পোশ্ন জাগবে গাহেকের মনে, আগে বুঝলে/জানলে কিনতেন না–এমনও ভাবতে পারেন কেউ কেউ! আন্দাজি শেই শব পোশ্নের একটা জবাব উনি দিয়া রাখতে চাইছেন আগেই, জাতে ইনফর্মড ডিছিশন লইতে পারেন পছিবল খদ্দেরেরা। এগুলার এডিটিং অতো ভালো হয় নাই, অতো টাইম দিতে পারি নাই। তবে একটা ভাবনা আছিলো নাম বা লেখার ভাগাভাগির বেপারে। ১ নাম্বার বইতে আমার পলিটিকেল ইশতেহার পাইবেন। জেই পলিটিকেল ডিছিশন আমাদের লওয়া উচিত মনে হয় আমার, তার নকশা আছে এইটাতে। জনতার দরবারে আমার পলিটিকেল পরস্তাব পেশ করলাম আমি। ২ নাম্বারে আছে দুনিয়ার ইতিহাশের বহু ঘটনার উপর আমার জাজমেন্ট। আমি জাজমেন্টাল। কোনটারে কেমনে দেখি, কোনটারে ডিনাই করি, কোনটারে কোলে তুইলা লই, কেন তা করি ইত্যাদি আমি জানাইছি দিন দুনিয়ায়। ৩ নাম্বার হইলো কতগুলা খুচরা ভাবনা; কতগুলা ইশু হরদম আমাদের শামনে পড়ে, আমাদের ডিছিশন লইতে হয়, কোন একটা পক্ষ বাইছা লইতে হয়; কিন্তু ইশুগুলা আবার এমনই জে, ঠিক বড়ো কোন লেখা হয় না! এই টাইপের কতগুলা ইশুতে আমার ফয়ছালা পাইতেছেন পাবলিক ডায়েরিতে। ৪ নাম্বারে পাইতেছেন আমার কতগুলা পরামিশ! আপনের লাইফের কোন বেপারে কি করবেন, শেই বেপারে কতগুলা নছিহত দিতেছি আমি! শমাজ, জিন্দেগি বা ইতিহাশের রাস্তাগুলা বাইছা লইতে আমি মদদ দিতে চাইছি! এইগুলা লইয়া আমি ভাবছি, আপনেরা হয়তো ভাবছেন বা ভাবেন নাই, মিলাইয়া দেখতে পারেন।