ছোটোদের মনের জগৎ অপার ও অসীম; এই জগতে কোনোকিছুই অসম্ভব নয়। রাক্ষস-খোক্ষস, মহাদৈত্য, ভূত-প্রেত সবই সম্ভব। ছোটোদের এই অপার মনের বিস্তৃতিকে কল্পনার রঙে রাঙিয়ে তোলাই ছোটোদের গল্পের কাজ। বিশ্বজুড়ে শিশুসাহিত্যিকরা শিশুদের মনের এই অপার জানালাকে এমনভাবে খুলে দিয়েছেন, যা বড়োদেরও বিমুগ্ধ করে, আনন্দিত করে। ছোটোদের জন্য গল্প কেবল ছোটোদের গল্পই নয়, তা বিস্ময়ে ভরপুর এক অভিনব সৃষ্টি। পঞ্চতন্ত্র, জাতকের কথা, ঈশপ-ফেবল, হ্যান্স এন্ডারসনের গল্প, অস্কার ওয়াইল্ডের গল্প, আমাদের দেশে দক্ষিণারঞ্জন মিত্রের ঠাকুরমার ঝুলি, নজরুলের লিচু চোর ও কাঠবিড়ালি ইত্যাদি কবিতা সবই কেবলমাত্র শিশুসাহিত্যই নয়, বিশ্বসাহিত্যও। আমাদের শিশুসাহিত্যিকরা বহুকাল ধরে শিশুমানসের কল্পনাকে বিপুলভাবে সম্মোহিত করতে, সঞ্জীবিত করতে, জাগ্রত করতে নানাভাবে শিশুসাহিত্য রচনা করেছেন। এঁদেরই একজন শান্তময় দাশ। তিনি লিখেছেন শিশুদের জন্য কবিতা, যেখানে তিনি শিশুদের মন ভোলাতে চেয়েছেন গ্রামের স্নিগ্ধ প্রকৃতির ছবি এঁকে। এখন তিনি লিখেছেন শিশুতোষ গল্পের বই ‘খোকা ও টমির গল্প’। এই বইয়ের প্রতিটি গল্প সহজ-সরল ও শিশুদের উপযোগী যা শিশুদের পাশাপাশি বড়োদেরও আনন্দ জোগাবে। গল্পগুলো শিশুমানসকে কল্পনার আনন্দে ভরিয়ে তুলবে। তাঁর কাছ থেকে চাই আরও শিশুসাহিত্য। আমি ‘খোকা ও টমির গল্প’ বইয়ের সাফল্য কামনা করি।