"মা বসা খাটের ওপরে, চোখে দুই ফোঁটা অশ্রু। আমি জিজ্ঞেস করলাম বাবা কই, কয় তোমার বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। চোখের সামনে থেকে এই প্রথম গ্রেফতার। ১৪ দিনের নোটিশ দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দিলো, কোথায় যাবেন, কেবল ঢাকায় এসেছেন, খুব কম মানুষকে মা চিনতেন। মন্ত্রী থাকা অবস্থায় ওই বাসায় মানুষে-মানুষে গমগম করত কিন্তু ওই দিন সব ফাঁকা, আমার আব্বার ফুফাতো ভাই, আমার এক নানা তাঁরা এলেন, বাড়ি খোঁজার চেষ্টা। নাজিরাবাজার একটা বাড়ি পাওয়া গেল, সে বাসায় আমাদের নিয়ে উঠলেন। এভাবেই একটার পর একটা ঘাত-প্রতিঘাত এসেছে। কিন্তু একটা জিনিস আমি বলব যে, আমার মাকে আমি কখনো ভেঙে পড়তে দেখিনি। যত কষ্টই হোক আমার বাবাকে কখনো বলেননি যে, তুমি রাজনীতি ছেড়ে দাও বা চলে আসো বা সংসার করো বা সংসারের খরচ দাও। কখনো না।" মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা "আমার মা ছিলেন আমাদের পরিবারের প্রাণ, একজন আদর্শময়ী অভিভাবক। আমার বাবা দেশ, রাজনীতি ও প্রিয় জনগণকে নিয়েই ব্যস্ত থাকতেন এবং তাদের অধিকার আদায়ের সংগ্রাম করতেন। এজন্য তাঁকে জেলে যেতে হয়েছে। একটার পর একটা মামলা দিয়ে মানসিক নির্যাতন করেছে। দুঃসহ কারাজীবনের যাতনা সহ্য করতে হয়েছে। কখনো কখনো অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু আমার মার ছিল প্রচ্ছন্ন দৃষ্টি। পেছন থেকে সাহস ও শক্তি যুগিয়েছেন। তাঁর স্বপ্ন ও লক্ষ্য পূরণে তিনিও তাঁর চিন্তা-ভাবনার সঙ্গী হয়েছেন।" -শেখ রেহানা