সাম্প্রতিক সময়ে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সকলদেশে সড়ক দুর্ঘটনা বেড়েই চলছে। এটি যেন আজ একটি মহামারি আকার ধারণ করেছে। এই সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে দক্ষ চালক, ত্রুটিমুক্ত যানবাহন, যাত্রী-পথচারী এবং সংশ্লিষ্ট সকলকে সড়ক ব্যবহারের সঠিক নিয়মাবলী সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। যে কোন চালককে মোটর গাড়ী চালাতে হলে তাকে অবশ্যই সঠিক নিয়মে ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। পাশাপাশি একজন চালককে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। এই ড্রাইভিং লাইসেন্স প্রদান করে থাকে ‘বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’ (বিআরটিএ)। ড্রাইভিং লাইসেন্স পেতে হলে বর্তমানে বিআরটিএ -এর সকল অফিসে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তাই এই বিষয়গুলো এই বইটিতে আলোকপাত করা হয়েছে এছাড়াও একটি গাড়ী চলানোর নিয়ম/পদ্ধতি, ট্রাফিক আইন, রেজিষ্ট্রেশন সার্টিফিকেট, ফিট্নেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, রুট পারমিট এবং ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পদ্ধতি ইত্যাদি বিষয়ে এই বইটিতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংযোজন করা হয়েছে। জনাব, ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান বইটি লিখে আমাদের দেশে বিশেষ করে যারা ড্রাইভিং ট্রেনিং বা প্রশিক্ষণ নিবেন তাদের ক্ষেত্রে যথেষ্ট উপকার করেছেন। এ বইটি পড়ে বিশেষ করে মোটরযান ড্রাইভিং ট্রেনিং এবং সড়ক দুর্ঘটনা রোধে চালকসহ সমাজের সকল শ্রেণীর মানুষ বিশেষভাবে উপকৃত হবেন বলে উনি আশা করেন। এবং বলেন, আশা করি আমার লেখা বইখানা ড্রাইভিং প্রশিক্ষন ও সড়ক দুর্ঘটনা রোধে করণীয় এবং ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য সংশ্লিষ্ট সকল পরীক্ষায় পাশ করতে সহায়তা করবে বলে আশাবাদী।