গ্রীষ্মের দাবদাহ আর অন্তরের পোড়া অনল প্রায় একইরকম। ছাতিম গাছটা যেন এবাড়ির সব অন্যায়ের সাক্ষী। পত্ররাজির শীতলতার ছায়ায় মুঠোবন্দী করতে সচেষ্ট যেন পিতা পুত্রের সুসম্পর্ক তৈরি হয়। এক মা যেন তার মমতায় সাজানো সংসারে ফিরে আসে।গাছগুলোর সাথে শুভসম্ভাষণ বিনিময় শেষ হলে তিনতলার নিজস্ব ভুবনে প্রবেশ করে চন্দন। গোসল সেরে জলপাই সবুজ শর্টস আর ছাই রঙ্গা কেলভিন ক্লেইন টিশার্ট পরে আয়নার সামনে দাঁড়ায়। দাঁড়ি কাটতে গিয়ে চিবুকে সামান্য কেটেছে। আফটারশেভটা ধরল খুব। “জ্বলছে ? বোরোলিন লাগাতে পারো।” ঘাড় ঘুরিয়ে দেখল কেউ নেই। কেউ থাকবার কথাও নয়। পুরো বাড়িতে আনিস চৌধুরী আর সে ছাড়া তিনজন সাহায্যকারী রয়েছে। সবাই পুরুষ। নারী স্পর্শবিবর্জিত এবাড়িতে নারীকন্ঠ কোত্থেকে? বৃতিকে দেখার পর থেকেই এমন বিভ্রম হচ্ছে। চন্দন আঘাত পেয়েছে জানলে মমতাময়ী মেয়েটার স্নেহের পরশ একবার হলেও পাওয়া যেতো। অথবা চন্দন জোর করে আদায় করে নিত। কী এক আলগা কাঠিন্য দেখাল বৃতি ! অভিনয় করে তাকে চিনতে অস্বীকার করল। কারণটা কী ? নানা রঙের মিশেলে জীবন্ত কয়েকটি শক্তিশালী চরিত্র আর অপ্রতিরোধ্য গল্পের টান যতটা মুগ্ধ করে, ততটাই ভাবায়। 'হয়তো প্রেমেরই জন্য' প্রেমের গল্প হলেও আসলে জীবনেরই গল্প।
ঢাকায় জন্ম এবং পড়াশোনা। বেশ কয়েক বছর যাবত অনলাইনে নিয়মিত লিখছেন। বিভিন্ন সংকলন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর লেখা। ২০২০ বইমেলায় 'মাইনী নদীর বাঁকে' নামে তাঁর প্রথম উপন্যাস প্রকাশিত হয় পেন্সিল পাবলিকেশন্স থেকে। প্রকাশিতব্য গল্পগ্রন্থ, ' বনসাই জীবন '। সাহিত্যানুরাগী পরিবারে বড়ো হবার সুবাদে সাহিত্যের প্রতি ভালোবাসা এসেছে শৈশব থেকেই। সুদীর্ঘ ২৪ বছরের প্রবাস জীবনের অভিজ্ঞতা তাঁর লেখাকে আরও সমৃদ্ধ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স। স্বামী ও দুই কন্যাসহ কানাডার অটোয়ায় বসবাস করেন। দারুণ অপটিমিস্টিক একজন মানুষ। তাঁর সব লেখায় জীবনের ইতিবাচক দিকটি তুলে ধরতে চেষ্টা করেন।