“হাউ টু উইন ফ্রেন্ডস এ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল (HOW TO WIN FRIENDS AND INFLUENCE PEOPLE)” ডেল কার্নেগীর লেখা সবচেয়ে বিখ্যাত বই। আসলে ভুল বলা হলো! শুধু ডেল কার্নেগীর সবচেয়ে বিখ্যাত বই নয়, ১৯৩৬ সালে প্রকাশ হওয়া এই কমিউনিকেশন এ্যাডভাইস মাস্টারপিসটি পৃথিবীর মাঝে সবচেয়ে বিখ্যাত বইগুলোর মধ্যে অন্যতম। এই বইয়ের প্রতিটি পরামর্শ ও যুক্তি বাস্তব জীবনে দারুন ভাবে কাজ করে। সেকারণেই প্রকাশ হওয়ার ৮৬ বছর পরও বইটির জনপ্রিয়তা আগের মতই রয়েছে। আধুনিক কালে কমিউনিকেশনের ওপর যতগুলো বেস্ট সেলিং বই বের হয়েছে, সেগুলো একটু হলেও ডেল কার্নেগীর এই মাস্টারপিস দ্বারা অনুপ্রাণিত। “হাউ টু উইন ফ্রেন্ডস এ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল” বইটিকে ইন্টার-পার্সোনাল কমিউনিকেশনের সবচেয়ে কার্যকর বই হিসেবে ধরা হয়। ব্যক্তিজীবন থেকে শুরু করে, প্রাতিষ্ঠানিক এবং পেশাগত পর্যায়ে যোগাযোগের ক্ষেত্রে এই বইটির লেসনগুলো দারুনভাবে সহায়ক। এই বই থেকে আপনি শিখতে পারবেন, কিভাবে মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করা যায়, এবং যে কাউকে দিয়ে যেকোনো কাজ করিয়ে নেওয়া যায়। বইটির শিক্ষাগুলো ঠিকমত কাজে লাগাতে পারলে, যেকোনো মানুষকে দিয়ে আপনার কাঙ্ক্ষিত কাজটি করিয়ে নেওয়ার ব্যাপারে আপনি অনেক দক্ষ হয়ে উঠবেন; সেইসাথে যার সাথে প্রয়োজন, তার সাথেই খুব স্বল্প সময়ের মধ্যেই একটি ভালো সম্পর্ক তৈরী করতে সক্ষম হবেন। ডেল কার্নেগীর এই বইটি বছরের পর বছর মানুষকে কমিউনিকেশন শেখাচ্ছে। এর শিক্ষাগুলো প্রয়োগ করে বহু মানুষ তাদের জীবনের গল্পই বদলে ফেলেছে। পৃথিবীর নামীদামী অনেক বিলিয়নারও এই বইটির প্রশংসা করতে ভোলেন নি। বিল গেটস বইটি সম্পর্কে বলেছেন- “এটি একমাত্র বই যা আমার চিন্তাভাবনা জগতে আমূল পরিবরতন এনেছে।” ওয়ারেন বাফেট বলেন- “ডেল কার্নেগীর বইটি আমার জীবন বদলে দিয়েছে।”
ডেল ব্রাকেনরিডজ কার্নেগী, এক দরিদ্র কৃষক পরিবারে ২৪ নভেম্বর, ১৮৮৮ সালে জন্ম নেওয়া এই আমেরিকান লেখক তাঁর আত্ম-উন্নয়নমূলক প্রশিক্ষণ পদ্ধতি ও বইয়ের পাতায় আজও বিশ্বব্যাপী জনপ্রিয় এক নাম। সেলফ-ইম্প্রুভমেন্ট, সেলসম্যানশিপ, করপোরেট ট্রেনিং, পাবলিক স্পিকিং, ও ইন্টার পার্সোনাল স্কিল এর মতো দারুণ সব প্রশিক্ষণের উদ্ভাবন ও এসব বিষয়ে লেখা ডেল কার্নেগী এর বই সমূহ আশার আলো দেখিয়েছে অসংখ্য হতাশাচ্ছন্ন মানুষকে। মিসৌরিতে দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেওয়ার দরূণ বালক বয়স থেকেই কাজ করেছেন ক্ষেতখামারে। এর মাঝেও ওয়ারেন্সবার্গের সেন্ট্রাল মিশৌরি স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা চালিয়ে গিয়েছেন। কলেজ শেষে জীবিকার তাগিদে বেকন, সাবান এবং লার্ড (শূকরের চর্বি মিশ্রিত করা) তৈরির কাজও করতে হয় আর্মর অ্যান্ড কোম্পানির জন্য। ফার্মের প্রধান হিসেবে অনেক সাফল্য লাভ ও ৫০০ ইউএস ডলার সঞ্চয়ের পর ১৯১১ সালে বহুদিনের লালিত স্বপ্ন অধ্যাপক হওয়ার জন্য বিক্রয় সেবার কাজটি ত্যাগ করেন তিনি। কিছু ব্যর্থতার অভিজ্ঞতা ঝুলিতে নিয়ে যখন ওয়াইএমসিএ- এর ১২৫ নম্বরে বাস করতে শুরু করেন, তখনই পাবলিক স্পিকিং এর ধারণাটি মাথায় খেলা করে কার্নেগীর। সেই সময় মোট লভ্যাংশের ৮০% শতাংশের বিনিময়ে ওয়াইএমসিএ এর পরিচালকের কাছে শিক্ষা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। এভাবেই ১৯১২ সাল থেকে কার্নেগী কোর্সের যাত্রা শুরু হয়। পুরো আমেরিকাবাসীর কাছে ধীরে ধীরে আত্মবিশ্বাস বৃদ্ধির পথ হয়ে উঠে তার পদ্ধতি। ডেল কার্নেগী এর বই সমগ্র এর মধ্যে ‘হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স’ বইটিকে তার সেরা অবদান হিসেবে ধরা হয়। প্রথম প্রকাশের মাত্র কয়েক মাসের মধ্যেই যার ১৭তম মুদ্রণও প্রকাশ করতে হয়েছিলো। ডেল কার্নেগী এর লেখাগুলো বিশ্বজুড়ে বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং এখনও হচ্ছে। ‘বিক্রয় ও জনসংযোগ প্রতিনিধি হবেন কীভাবে’, ‘বন্ধুত্ব ও সম্পদ লাভের কৌশল’, ‘বড় যদি হতে চাও’, ‘ব্যক্তিত্ব বিকাশ ও সাফল্যের সহজ পথ’ এমন নানা নামের অনূদিত ডেল কার্নেগী বাংলা বই অনুপ্রেরণা যোগাচ্ছে বাংলাভাষী পাঠকদেরও। ডেল কার্নেগী শ্রেষ্ঠ রচনাসমগ্র এর মধ্যে আরও আছে ‘দ্য বায়োগ্রাফি অব আব্রাহাম লিংকন’, ‘ফাইভ মিনিট বায়োগ্রাফিস’ এবং ‘বিশ্বায়নের পটভূমি’। ১ নভেম্বর, ১৯৫৫ সালে আমেরিকান এই অধ্যাপক মৃত্যুবরণ করেন।