লেখকের কথা লেখালেখি সত্যিই ভীষণ কঠিন একটি কাজ। আমার মতো মানুষের জন্য তা আরও কঠিন। কিন্তু এ কঠিন কাজটি করতে অনুপ্রাণিত করেছে আমার কাছের কিছু মানুষ। তাছাড়া, সামাজিক অনিয়ম ও মানুষে মানুষে বৈষম্য আমার ভাবনার খোরাক জোগায় এবং সেই দায়বদ্ধতা আমাকে লিখার তাগিদ দেয়। সে জায়গা থেকেই মূলত লেখালেখির শুরু। যদিও শুরুটা হয়েছিল ছোট ছোট কিছু শিশুতোষ ছড়া ও কবিতার মাধ্যমে। এরপর সাহিত্যে জগতে প্রবেশ কিছু অনলাইন গ্রুপে যোগদানের মাধ্যমে। সেইসব গ্রুপের কতিপয় মানুষ আমাকে গল্প লিখতে অনুপ্রাণিত করে। যা শুরুর পরবর্তী ধাপটা কিছুটা গতিময় হয়ে উঠে। ফলশ্রুতিতে বেশ কিছু কবিতা ও গল্প লেখা সম্ভব হয়। কিন্তু সেই গল্পগুলোকে প্রাণ দিতে পারবো তা কখনও ভাবিনি। ধন্যবাদ জানাই মহান সৃষ্টিকর্তাকে। যদিও আমার বেশ কিছু গল্প ও কবিতা কতিপয় গল্প সংকলনে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে কিন্তু একক গল্পগ্রন্থ হিসেবে " লাল দাগ " আমার প্রথম প্রকাশিত গ্রন্থ। তাই হয়তো আমি একটু বেশি আবেগ তাড়িত।" লাল দাগ " বইটি ১০টি ছোটগল্প নিয়ে সাজানো হয়েছে।গ্রন্থটিতে সামাজিক সচেতনতা মূলক গল্প যেমন আছে তেমনি আছে প্রেম, ভালোবাসা, হরর ও থ্রিলারধর্মী গল্প। ভিন্ন ভিন্ন আঙ্গিকে লেখা ১০টি গল্পই আশা করি পাঠকদের ভালো লাগবে এবং সেই সাথে গল্পগুলোর মাধ্যমে কিছু মেসেজ পাঠকদের দেয়ার চেষ্টা করা হয়েছে। পৃথিবীর বুকে সবাই স্বার্থপর । কেউ অন্যের কাছে স্বার্থপর, কেউবা নিজের বিবেকের কাছে নিজেই স্বার্থপর। এমন থিমের আঙ্গিকে সাজানো একটি গল্প যা পাঠককে ভাবতে বাধ্য করবে যে, পৃথিবীর বুকে সামান্য হলেও স্বার্থপর আমি নইকি! প্রেম অবিনশ্বর, প্রেম সহজ ও সুন্দর। আবার প্রেমের প্রকারভেদও ভিন্ন। এই সুন্দর প্রেমটাই অসুস্থ অসুন্দর হয় ভিন্ন চিন্তাধারার জন্য। এই আঙ্গিকে লেখা গল্পগুলো কিছু সচেতনতা মেসেজ দিবে। আবার মানুষকে সত্যিকার মানুষ রূপে তৈরীতে, বিবেককে জাগ্রত করতে সহায়তা করবে এমন কিছু গল্পও আছে, যা সচেতন হতে সাহায্য করবে। এমনি ভাবে একের পর এক ভিন্ন ভিন্ন ধারার গল্পে সাজানো গল্পগ্রন্থ "লাল দাগ"। বইটির যাবতীয় ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো এবং সেইসাথে ধন্যবাদ জানাই সেই সব মানুষদেরকে যারা আমাকে প্রতিনিয়ত উৎসাহিত করেছেন। আর কৃতজ্ঞতা জানাই বিশেষ সেই মানুষটিকে- অল্প সময়েই যার অসীম স্নেহ ও ভালোবাসা পেয়েছি এবং যার সহযোগিতায় আমার এ গল্পগুলো প্রাণ পেতে যাচ্ছে, সেই আপু জান্নাতুল ফেরদৌস মেহমুদ’কে। সুলতানা ইসলাম ছন্দা