ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ানো রমেন। ঢোলা শার্টটা ফ্যানের বাতাসে উড়ছে। আয়নায় সে নিজেকে দেখছে নাকি হঠাৎ জন্ম নেওয়া কোনো খুনিকে তা সে ঠিক করতে পারছে না। তার মাথায় ঘুরছে শুধু লাশগুলোর চিন্তা। ঘরের মধ্যে পড়ে আছে তিনটা লাশ। এদিকে আয়েশা মাকে ফোন দিয়ে তারপর নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লো। এই ছোট মাথায় বিরাট একটা ঝুঁকি নিয়ে নিলো সে। কাল সকাল নাগাদ খবর রটে যাবে। শামসুর খুন হয়েছে, মুখ বরাবর কোপ পড়ায় মুখটা হাঁ করে একবারে ভয়ংকর অবস্থা। বিনোদ বাবু সকাল থেকেই কথা বন্ধ করে দিয়েছেন। কতজনে কত চেষ্টা করছে কিন্তু উনি মুখ খুলছেন না। অনেক চেষ্টায় শেষমেশ বিনোদ বাবু একটা কথাই বললেন, অর্থই সব অনর্থের মূল। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ানো রমেন। ঢোলা শার্টটা ফ্যানের বাতাসে উড়ছে। আয়নায় সে নিজেকে দেখছে নাকি হঠাৎ জন্ম নেওয়া কোনো খুনিকে তা সে ঠিক করতে পারছে না। তার মাথায় ঘুরছে শুধু লাশগুলোর চিন্তা। ঘরের মধ্যে পড়ে আছে তিনটা লাশ। এদিকে আয়েশা মাকে ফোন দিয়ে তারপর নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লো। এই ছোট মাথায় বিরাট একটা ঝুঁকি নিয়ে নিলো সে। কাল সকাল নাগাদ খবর রটে যাবে। শামসুর খুন হয়েছে, মুখ বরাবর কোপ পড়ায় মুখটা হাঁ করে একবারে ভয়ংকর অবস্থা। বিনোদ বাবু সকাল থেকেই কথা বন্ধ করে দিয়েছেন। কতজনে কত চেষ্টা করছে কিন্তু উনি মুখ খুলছেন না। অনেক চেষ্টায় শেষমেশ বিনোদ বাবু একটা কথাই বললেন, অর্থই সব অনর্থের মূল।
অমিয় রায় দীপ ৩১ শে ডিসেম্বর ১৯৯৫ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন। মহড়া নদীর তীর ঘেঁষে চলা নেত্রকোনা শহরেই উনার বেড়ে ওঠা এবং শিক্ষা জীবনের হাতেখড়ি হয়। নেত্রকোনার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নেত্রকোনা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করে ময়মনসিংহের ❝কলেজ অব বিজনেস সাইন্স এন্ড টেকনোলজি❞ থেকে বিবিএ করেন। পরবর্তীতে বাংলাদেশ ফিল্ম ইন্সটিটিউট থেকে চলচিত্র পরিচালনার কোর্স সম্পন্ন করে এখন নাটক ও চলচিত্র পরিচালনায় মনোনিবেশ করেছে।