সংকলন প্রসঙ্গে ‘অ’-এ অজগর আসছে তেড়ে। কিংবা ‘ক’-এ কাকাতুয়ার মাথায় ঝুঁটি। আমাদের অক্ষর চেনার প্রথম ছড়া পশুপাখিকে নিয়ে। তাছাড়া রূপকথা, কথামালা, হিতোপদেশ কিংবা ঈশপের অনেক গল্পই পশুপাখিদের নিয়ে লেখা। সেখানে পশুপাখিরা মানুষের মতো কথা বলে। তাদের হাসি, কান্না, দুঃখ, ভালবাসা প্রায় সবই মানুষের মতো। সেইসব বন-জঙ্গলের অধিবাসী প্রায় সব পশুপাখিদের গল্প নিয়ে অভিনব এই সংকলন ‘বন-জঙ্গলের গল্প'। এতদিন আমরা শুধু পড়েছি গোয়েন্দা, ভূত বা অ্যাডভেঞ্চারের নানা রোমহর্ষক কাহিনী। পশু- পাখিরা যেখানে অপাংক্তেয়। কিন্তু পশুপাখিদের জীবন ও সমাজ যে মানুষের চেয়ে কোনো অংশে কম নয়, তা জানা যাবে এই সংকলনের গল্পগুলিতে। এখানে পশুপাখিরা গোয়েন্দা বা ভূতদের চেয়ে আরো বেশি আকর্ষণীয়। এখানে তারা কেউ রূপকথার রাজা, কেউ নায়ক, কেউ খলনায়ক—এমনি আরো কত বিচিত্র তাদের চরিত্র। আসলে যে সব লেখকদের লেখা গোয়েন্দা, ভূত, অ্যাডভেঞ্চার বা শিকারের গল্প তোমরা পড়ো, তাঁরাই আবার বিভিন্ন লেখায় পশুপাখিদের দিয়ে নানান কাণ্ড ঘটিয়েছেন। সেই সব বাঘা বাঘা লেখকদের পশুপাখিদের নিয়ে লেখা অভিনব গল্পগুলোকে আমরা অনেক ঘেঁটে-ঘুটে বেছে-বুছে দু'মলাটের মধ্যে গেঁথে দিলাম। বাংলাভাষায় এমনটি আর হয়নি। ছোটদের জন্যে এমন একটি সংকলন আগে কখনও বেরোয়নি। ঈশপ, কথামালা, হিতোপদেশের বই থেকে আমরা কয়েকটা গল্প রেখেছি সংকলনের মর্যাদা বাড়াতে।