মহা গ্রন্থ আল কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন- ইসলামই আল্লাহ তাআলার মনোনীত একমাএ দ্বীন, এ দ্বীন কেয়ামত পর্যন্ত চালু থাকবে, মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী কেয়ামত পর্যন্ত কোন নতুন নবীর আবির্ভাবও হবে না। যেমন আল্লাহ তায়ালা বলেন ماكان محمد ابا احد رجالكم ولكن رسول الله وخاتم النبين من - আসলে আকীদা ও আমলের সমষ্টিকে দীন বলা হয় উপরোক্ত আলোচনা থেকে প্রতিয়মান হয় যে, দ্বীন ইসলাম যেহেতু পরিপূর্ণ সেহেতু আকীদা বা আমল কোনটিতেই পরিবর্তন ও পরিবর্ধনের অবকাশ নেই, আকীদা ও আমলের জন্য যা যা আবশ্যক তা মৌলিকভাবে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং রাসূলুল্লাহ (সা.) হাদীসে তার বিশদ বিশ্লেষণ দিয়ে গেছেন সুতরাং এ দ্বীনে মুকাম্মেল ইসলামে ইফরাত তথা কোন বস্তুকে স্বীয় মর্যাদার সীমা থেকে বাড়িয়ে দেয়া, আর তাফরীত তথ্য কোন বস্তুকে স্বীয় মর্যাদার থেকে নিচের দিকে নামিয়ে দেয়ার কোন স্থান নেই। আমাদের সমাজে আকীদাগত যে সব মাসায়েল নিয়ে মত বিরোধ রয়েছে বস্তুতঃ এগুলো অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, মিমাংশীত। তা সত্বেও তথা কথিত নামধারী ওলামাদের একটি মহল অমুসলিমদের চক্রান্তে জড়িয়ে এসব ফেতনার বীজরোপন করে যাই।