‘একই বৃত্তে’ আমার প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ। ফেসবুকে লেখালেখির সূত্রে লেখার জগতে প্রবেশ। বেশ কয়েকজন সুহৃদের উৎসাহ আমাকে এ পথে নামতে সহায়তা করেছে। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। ‘একই বৃত্তে’ ৩০টি বিভিন্ন স্বাদের ছোট-বড়ো গল্পের একটি সংকলন। গল্পগুলোর পটভূমি ষাটের দশক হতে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত বিস্তৃত। গল্পগুলোতে সমাজের কোন না কোন সমস্যা ও অসংগতি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কিছু গল্প আছে নিছক গল্পের জন্যই। অবশ্য, সমাজের সমস্যা তুলে ধরতে গিয়ে গল্পগুলো রস-কষহীন অসার করে তোলা হয়নি। সব রকম পাঠকের রুচির দিকে খেয়াল করে গল্পগুলো রচিত হয়েছে। আশাকরি পাঠকের ভালো লাগবে। ‘একই বৃত্তে’ নামকরণ একান্তই আমার নিজের পছন্দে। অনেক আগে এই নামে একটি গল্প লিখেছিলাম। গল্পের ঘটনা আমার হৃদয়ে দাগ কেটে আছে। স্বামী অন্ধ হয়ে যাবার পর স্ত্রী স্বামীকে ত্যাগ করে চলে যায়। সে সময় অন্ধ লোকটির ছোট একটি মেয়ে বাবার দায়িত্ব কাঁধে তুলে নেয়। কিন্তু মেয়েটি একটু বড়ো হয়ে সেও মায়ের পদাঙ্ক অনুসরণ করে। একসময় সেও অন্ধ অসহায় বাবাকে ফেলে প্রেমিকের সঙ্গে পালিয়ে ঘর বাঁধে। সেই করুণ কাহিনী গল্পটিতে উঠে এসেছে। এ রকম সবগুলো গল্পের ভিতরেই পাঠক সমাজের কোন না কোন চিত্র খুঁজে পাবেন। গল্পগ্রন্থ প্রকাশের বিষয়ে আমার জ্যেষ্ঠ সহকর্মী, ফেসবুকের সুহৃদ বন্ধু এবং আমার পরিবারের সদস্যবৃন্দ আমাকে অকুণ্ঠ সমর্থন জুগিয়েছেন। পাশাপাশি প্রকাশনা সংস্থা গ্রাফোসম্যান এর সহযোগিতাও অনস্বীকার্য। এঁদের সকলের নিকট আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।