‘ঘুরে এলাম সাইপ্রাস’ মূলতঃ দু’টি ভ্রমণ কাহিনি। বইয়ের নাম ‘ঘুরে এলাম সাইপ্রাস’ হলেও এতে যেমন সাইপ্রাস ভ্রমণের কাহিনী রয়েছে তেমনি রয়েছে ভারত ভ্রমণের কাহিনীও। সাইপ্রাস ভ‚মধ্যসাগরের নীল জলরাশি পরিবেষ্টিত একটি অনিন্দ্য সুন্দর দ্বীপ রাষ্ট্র। অতুল সৌন্দর্যমণ্ডিত ছোট্ট দেশটিকে সুন্দরী কোন রমণীর কপোলের কালো তিলের সঙ্গে তুলনা করা চলে। সাইপ্রাস ভ্রমণ ছিল ‘ঘবমড়ঃরধঃরড়হং’ শিরোনামে এক সপ্তাহের একটি প্রশিক্ষণ কর্মসূচির অংশ। ঠিক দেশ দেখার জন্য যে ভ্রমণ, সাইপ্রাসে আমার ভ্রমণ আদতে সেরকম কিছু ছিলো না। লারনাকা, নিকোশিয়া, লিমাসোল এবং পাফোস-এই চারটি শহরে ভ্রমণের সংক্ষিপ্ত বিবরণ এই ভ্রমণ কাহিনিতে উঠে এসেছে। ভ্রমণকে খুব বেশি ইতিহাস নির্ভর করা হয় নাই, আবার শুধু প্রকৃতির বর্ণনাতেও সীমাবদ্ধ থাকে নাই। ইতিহাস, প্রকৃতি এবং সাইপ্রাসের সমাজ জীবনের কিছুটা তুলে আনার চেষ্টা করা হয়েছে লেখাটিতে। চেন্নাই ভারতের তামিলনাড়ু– রাজ্যের রাজধানী। পূর্বনাম মাদ্রাজ। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত প্রাচীন সমুদ্র বন্দর। বর্তমানে দেশি-বিদেশী লোকজন মূলতঃ চিকিৎসার উদ্দেশ্যে চেন্নাইতে পাড়ি জমিয়ে থাকেন। আমিও চেন্নাইতে চিকিৎসার উদ্দেশ্যে অনেকবার ভ্রমণ করেছি। তবে, বর্ণিত ভ্রমণ কাহিনীটি লেখা হয়েছে চতুর্থবার সস্ত্রীক ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে। এতে ভারতের রেল যোগাযোগ, চিকিৎসা ব্যবস্থা, আবাসনসহ আরও কিছু বিষয় উঠে এসেছে। বাস্তব অভিজ্ঞতার আলোকে লিখিত ভ্রমণ কাহিনী দু’টি পাঠককে আনন্দ দিবে বলে আমার বিশ্বাস।