জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপনের উচ্চতম মর্যাদাসম্পন্ন আয়োজনের বিষয়টি মাথায় নিয়ে ‘বঙ্গবন্ধুর জন্মশত বর্ষে শত গীতের অর্ঘ্য’ শীর্ষক একটি গ্রন্থের চিন্তা। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের এই অনন্য দৃষ্টান্ত বাংলার গীতিকবিদের মধ্যে অনুপ্রেরণা জোগাবে নিশ্চয়ই। বঙ্গবন্ধুকে নিয়ে, তাঁর জীবনদর্শন নিয়ে প্রচুর লিখতে হবে আমাদের- সেই প্রেরণা সঞ্চারের দায় থেকে ‘বঙ্গবন্ধুর জন্মশত বর্ষে শত গীতের অর্ঘ্য’। শত গীতের সঙ্গে বঙ্গবন্ধুর শত ছবির সংযোজন এ গ্রন্থের একটি নান্দনিক পরিকল্পনা। জন্মশতবর্ষের সমৃদ্ধ হাজার আয়োজনের মাঝে একজন গীতি-কবির এই কল্পচেতনা বঙ্গবন্ধুর প্রতি হার্দিক ভালোবাসার গভীরতর অনুরণন। সমৃদ্ধ বাংলাদেশের সফল নির্মাতা জননেত্রী শেখ হাসিনার করকমলে উৎসর্গ করা হয়েছে ‘বঙ্গবন্ধুর জন্মশত বর্ষে শত গীতের অর্ঘ্য’। জাতিরাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে লেখা আলীম মাহমুদের সংগীত বিষয়ক গবেষণা গ্রন্থ ‘চর্যাপদ : বাংলা গানের আদিমাতা কাআ তরুবর’ বাংলা ভাষাভাষী বিশ্বে এক অসাধারণ কাজ। বাংলা ভাষা ও সাহিত্যের অনালোকিত একটি দিকের গবেষণা। ইতিহাসের দায়মোচন ও ঐতিহাসিক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। চর্যাপদ বিষয়ে এ ধরনের গবেষণা এপাড়-ওপাড় বাংলায় সূচনাস্মারক হিসেবে ইতোমধ্যেই বহুল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্বীকৃত-আবিষ্কৃত সাড়ে ছেচল্লিশটি চর্যাপদের হারিয়ে যাওয়া সুর-ছন্দকে তিনযুগের নিরলস সাধন-সাধনায় কণ্ঠকায়িকে এবং সূত্র-ব্যাকরণে রত্নবন্দি করেছেন আলীম মাহমুদ। এ কাজ প্রথমই শুধু তাই নয়- এ যাবৎ একমাত্র। প্রত্যেক বাংলা ভাষাভাষীর জন্যেই গ্রন্থটি ও সুরবন্দনার সংরক্ষণ গৌরবের।