যে রাজনৈতিক বার্তা দিয়ে ডাক ব্যবস্থার সূত্রপাত হয়, তা মূলত যোগাযোগ ব্যবস্থায় পাকিস্তান-এর মৃত্যুঘণ্টার চূড়ান্ত পরিণতি তৈরি করে। অর্থাৎ যে ডাক ব্যবস্থা রৌমারী ফিল্ড পোস্ট অফিস প্রধান সেনাপতি এম. এ. জি. ওসমানী উদ্বোধন করলেন, তার মাধ্যমে সমগ্র বিশ^ জানতে পারল পাকিস্তান এর অভ্যন্তরীণ বিষয় নয় মুক্তিযুদ্ধ বরং স্বতন্ত্র পরিকাঠামো সমৃদ্ধ একটি রাষ্ট্রের জন্ম যন্ত্রণা। যা ভারতের এবং সোভিয়েত ইউনিয়নের যথাক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতার মাধ্যমে পরিচালিত হচ্ছে। যে রাজনৈতিক সরকার ১০ এপ্রিল ১৯৭১ খ্রিষ্টাব্দে ৮, থিয়েটার রোড, কলকাতা-৭০০০৭১ প্রতিষ্ঠিত হলো। তারাই ডাক বিভাগ পরিচালনা করল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর শারীরিক অনুপস্থিতিতে তাজউদ্দীন আহমদের নেতৃত্বে যে মুজিবনগর সরকার প্রতিষ্ঠিত হয় ডাক ব্যবস্থা সেখানে এক নতুন মাত্রা যোগ করে। যুদ্ধরত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের চিঠি ভারত সরকার এর ডাক বিভাগ অর্থাৎ India post এর মাধ্যমে ডাক বিভাগের সকল কার্যক্রম পরিচালিত হল। মহান ভারতবর্ষ এর প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশের ডাক বিভাগ এর গোড়াপত্তন হল জিপিও, কলকাতায়। ৮, থিয়েটার রোড, কলকাতা-৭০০০৭১, পশ্চিমবঙ্গ, ভারত হল স্বাধীন বাংলাদেশের ডাক বিভাগের মুখ্য অফিস।