জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বর্তমানে বিস্তর গবেষণা হচ্ছে, হচ্ছে নানা ধরনের লেখালেখি। এসব লেখালেখিতে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক জাতির সামনে তুলে ধরা হচ্ছে। পেশাগত কাজ, বঙ্গবন্ধুর প্রতি-শ্রদ্ধা-ভালোবাসা ও জাতির প্রতি দায়বদ্ধতা থেকে লেখক তাঁকে নিয়ে ব্যাপক পড়াশোনা করে এবং ইতোমধ্যে ‘বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন’ নামে একটি পুস্তক রচনা করে গবেষক-পাঠকমহলে ব্যাপক সাড়া জাগিয়েছেন। বঙ্গবন্ধু এবং তাঁর জীবন ও কর্মের নানাদিক নিয়ে লিখিত তার প্রবন্ধগুলো হলো: ‘একবিংশ শতাব্দীর রাষ্ট্র ও সমাজজীবনে বঙ্গবন্ধুর প্রাসঙ্গিকতা, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের গুরুত্ব, বঙ্গবন্ধুর আলোকচিত্রের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, ভাষা আন্দোলন ও বাংলা ভাষার উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান, বাংলাদেশের সমকালীন জীবনে বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন, বঙ্গবন্ধুর শিক্ষাদর্শনে বৈশ্বিক পরিভ্রমণের প্রভাব, বঙ্গবন্ধুর শিক্ষাদর্শনের ৭ মার্চের ভাষণের প্রভাব, শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণে বঙ্গবন্ধুর কথাঞ্জলি, বঙ্গবন্ধুর জীবনে ভাষার ব্যবহার, বঙ্গবন্ধু: নদী নৌকা নারী’ ইত্যাদি। বইতে আরও দুটি প্রবন্ধ ‘শেখ কামাল: ক্ষণজন্মা এক বহুমুখী প্রতিভ, ও ‘শেখ রাসেল: অকালে ঝরা এক গোলাপ’ সংযোজন করে বইটিকে আরও সমৃদ্ধ করা হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে লিখিত হাজারো গ্রন্থের ভিড়ে আলোচ্য গ্রন্থ ‘বঙ্গবন্ধু: নদী নৌকা নারী’ ভালো লাগবে এ প্রত্যাশা করছি।
ড. ডি. এম. ফিরোজ শাহ্, জন্ম ০১ আগস্ট ১৯৬৯, কুতুবপুর, শিবচর, মাদারীপুরে। স্বনামধন্য চিকিৎসক পিতা ডা. মমিন উদ্দিন আহমেদ এবং মা রহিমা বেগমের ষষ্ঠ সন্তান তিনি। পেশা অধ্যাপনা। বর্তমানে তিনি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকায় কর্মরত রয়েছেন। একজন শিক্ষক প্রশিক্ষক হিসেবে দেশব্যাপী সুখ্যাতি থাকলেও ভালো লাগে নজরুলের দুরন্তপনা, শরৎচন্দ্রের বোহেমিয়ান জীবন, বুদ্ধদেবের নিসর্গ আর সৈয়দ মুজতবা আলীর দেশ ভ্রমণ। এশিয়া, ইউরোপ ও আমেরিকার বহু দেশসহ বাংলাদেশের আনাচে-কানাচে ঘুরে বেড়িয়েছেন। মধ্যরাতের সুনসান নিরবতা আকর্ষণ করে প্রবলভাবে, খরতাপে ভিজতে ভালো লাগে, পাহাড়ের উচ্চতা আশা জাগায়, সমুদ্রের গভীরতা ভাবতে শেখায়। নদী-নারী-প্রকৃতি এ নিয়ে তাঁর কৃতি। মানব-মন, দ্বন্দ্ব, সংঘাত, প্রেম, ঈর্ষা আর আশা এ সবের প্রতি নিগূঢ় ভালোবাসা। নানা ধরনের রচনার সংখ্যা প্রায় ৪০টি। ১৯৯৬ সাল থেকে একাডেমিক গ্রন্থ রচনায় নিয়োজিত রয়েছেন। তাঁর বই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ উন্মুক্ত বিশ্বদ্যিালয় ও সরকারের টিকিউআই প্রকল্প কর্তৃক অনুমোদিত হয়েছে। মিতা ট্রেডার্স থেকে প্রকাশিত বিএড কর্মসূচির আলোচিত বইসমূহ হলো- ভূগোল শিক্ষণ, মাধ্যমিক শিক্ষা, শিখন-শেখানো দক্ষতা ও কৌশল, শিক্ষায় গবেষণা ইত্যাদি। আগামী প্রকাশনী থেকে ২০০৬ সালে প্রকাশিত হয় আলোচিত গল্পগ্রন্থ হৃদয়ে রক্তক্ষরণ এবং ২০০৭ সালে ইরাবতী। ২০১৯ সালে তাঁর আলোচিত ভ্রমণ কাহিনী ফিলিপাইন: রহস্যঘেরা এক মায়াবী দ্বীপরাষ্ট্র, ২০২০ সালে বঙ্গবন্ধুর শিক্ষাসংক্রান্ত কর্ম নিয়ে গবেষণামূলক গ্রন্থ বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন, ২০২১ সালে উপমহাদেশের শ্রেষ্ঠ দশ রাজনীতিবিদ, ২০২২ সালে উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন ও গারো পাহাড়ের খোঁজে (ভ্রমণ কাহিনি) আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয়।