"অংকের জাদু" বইটির দু'টি কথা অংশ থেকে নেয়াঃ এই বইটি পড়ে উপভােগ করার জন্য অংক সম্বন্ধে মােটামুটি জ্ঞান - অর্থাৎ, অংকের প্রাথমিক ধারণা থাকলেই যথেষ্ট। আমাদের দেশের ছাত্র-ছাত্রীরা ভীষণ অংক ভীতু। অংকের নাম শুনলেই তারা আঁতকে ওঠে। তাদের মন থেকে এই অংকভীতি দূর করাই এ গ্রন্থ রচনার মূল উদ্দেশ্য। অংক যে একটা কাঠ-খােট্টা, রসকষহীন নীরস বিদ্যা নয় ; এর মধ্যেও যে প্রচুর আনন্দ, রােমান্স ও কৌতুক আছে এই অংকের জাদু বইটি হাতে নিলেই তা উপলব্ধি করতে পারবে। বিষয়সূচির মধ্যে তাকালেও বুঝতে পারবে কত বৈচিত্র্যে ভরা এই বইটি। যেমন— দশমিনিটের যােগ-বিয়ােগ, পূরণ-ভাগ মাত্র এক সেকেণ্ডে কষার পদ্ধতি, বগীকরণের সংক্ষিপ্ত সহজ প্রণালী এবং ১, ৩, ৫, ৯ সংখ্যাবিশিষ্ট পূরণ করার অদ্ভুত প্রক্রিয়া এ বইতে লিপিবদ্ধ করা হয়েছে। তাছাড়াও, অংকের অনেক মজার মজার খেলা, অংক দিয়ে জাদু দেখানাে, কারাে মনের গােপন কথা, গোপন করা বস্তু বা সংখ্যার নাম বলা, সােনা-রূপার খেলা, কার পকেটে কোন জিনিস তা বলে দেয়া – এমনি অনেক কৌতুকপ্রদ ও আগ্রহ জাগাবার মতাে অংকের জাদু এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাছাড়াও, এই বইটিতে মাথা ঘামাবার মতাে নানা ধরনের এমন কিছু প্রশ্ন রয়েছে যা পাঠককে চমৎকৃত করবে। যেমন - হলফ করে বলতে পারি, রাক্ষুসে সব সংখ্যা অধ্যায়টি পড়ে কেউ বিস্ময়াভিভূত না হয়ে পারবে না।