শিশুরা যখন হাসে, একসাথে হাসতে থাকে সমস্ত গৃহ, স্বজন, পুরো পৃথিবী। আমি চাই জগতের সকল শিশুরা হাসুক, আনন্দে মাতুক। শিশুরা হাসলে সমস্ত হতাশা, বিষাদ লেজ গুটিয়ে পালায়। পৃথিবীর তাবৎ আঁধার দূর হয়ে যায়, প্রস্ফুটিত আলোর বন্যায় ভাসতে থাকে প্রতিটি হৃদয়, ঝলমল করে ওঠে প্রতিটি গৃহকোণ। আমার এই শিশুতোষ কবিতা ও ছড়া লেখা হলো শিশুদের নির্মল করার একটা প্রয়াস। একটি মাত্র ছড়াও যদি শিশু-কিশোর মনে আনন্দ ছড়িয়ে দিতে পারে তাহলেই সার্থকতার আনন্দে ভরে যাবে মন। ইতোপূর্বে প্রকাশিত আমার শিশুতোষ ৩টি বই “মহারাজার খেয়াল” “খোকন যাচ্ছে নানুবাড়ি” এবং “ইমার বেড়াল হুলো” শিশু কিশোররা অনেক আগ্রহের সাথে গ্রহণ করেছে, এতে আমি তৃপ্ত। আলোচ্য “ঝোপের কাছে ভূতের পাশে” আরও বেশি গ্রহণযোগ্য হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমার এই বই প্রকাশে বরাবরের মত অবদান রেখেছেন আমার সহকর্মী, বন্ধু ও কথা সাহিত্যিক জনাব রেজাউল করিম খোকন, আমার আত্মজা মিনফা, প্রিয়জন ইমা, সাদিয়া, মণিকা, পরী এবং অবশ্যই পাতা প্রকাশনীর স্বত্বাধিকারী ও প্রকাশক কবি আলেয়া বেগম আলো। এছাড়াও নেপথ্যে থেকে আমার অগনিত স্বজন, বান্ধবজন উৎসাহিত করে চলেছেন। সবার জন্যে আমার অন্তহীন ভালোবাসা ও কৃতজ্ঞতা।