বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মে যোগদান কৃত কর্মকর্তাদের চাকরি জীবনের একটি বিশেষ মাইল ফলক সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা। বাংলাদেশ সিভিল সার্ভিস (পদোন্নতির জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৭ অনুসারে বিসিএস পরীক্ষার মাধ্যমে বেতন স্কেলের ৯ম ধাপে যোগদানকৃত কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য এই পরীক্ষায় কৃতকার্য হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন কর্তৃক মোট তিনটি পত্রে এই পরীক্ষা গ্রহণ করা হয়। "LAWS, RULES AND REGULATIONS APPLICABLE TO ALL GOVERNMENT OFFICES", সিনিয়র স্কেল পরীক্ষার আবশ্যিক বিষয়। চাকুরী জীবনের সাথে অতি ঘনিষ্ট ধাচের ১৮টি আইন ও বিধিমালা নিয়ে এই পত্রের পাঠ্যক্রম সাজানো হয়েছে। রাষ্ট্র যন্ত্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত কর্মকর্তাদের চাকুরী বিধি বিষয়ে মৌলিক ধারণা অর্জনে এই পত্রের সামগ্রীক বিষয়ে ধারণা লাভের বিকল্প নেই। বিসিএস কর্মকর্তাদের সকলেই বিভাগীয় বিভিন্ন ব্যস্ততম পদে কর্মরত থাকেন বলে পরীক্ষার পূর্বে দীর্ঘ সময় নিয়ে পরীক্ষার প্রস্তুতি নেয়া অনেকটাই অসম্ভব। সংক্ষিপ্ততম সময়ের মধ্যে পরীক্ষার জন্য সকল বিষয়ের উপর একটা প্রস্তুতি মূলক ধারণা কিভাবে তৈরি করা যায় সেই চিন্তা থেকেই “সিনিয়র স্কেল আইন ও বিধি সমাধান” বইটি রচিত হয়েছে। পিএসসির সিলেবাস অনুসারে বিগত বছরের প্রশ্ন সমূহ থেকে একই ধাচের সমমনা প্রশ্ন সমূহকে একত্রিত করে উত্তর সাজানো হয়েছে। আইন ও বিধিমালা হতে উত্তর সংশ্লিষ্ট ধারা ও বিধির মূল বিষয়ের সার-সংক্ষেপ চলতি ভাষায় উপস্থাপনের মাধ্যমে সামগ্রীক আলোচনা কে সহজতর করার চেষ্টা করা হয়েছে।
Title
সিনিয়র স্কেল আইন ও বিধি সমাধান (আবশ্যিক দ্বিতীয় পত্র)