ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত বিশাল রোমক বাহিনী মুসলিমদের ওপর সংগোপনে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। অতর্কিত হামলা করে শেষ করতে চাচ্ছে মুসলিমদের নাম ও নিশানা। এদিকে গোপন সংবাদ পৌঁছে গেল নবীজির কাছে। তাই নিজ নেতৃত্বে নবীজি বাহিনী নিয়ে বেরিয়ে পড়লেন প্রতিরোধযুদ্ধে; কিন্তু কিছু মুনাফিকের সাথে অপ্রত্যাশিতভাবে পেছনে পড়লেন কয়েকজন গুড মুসলিমও। কী হবে এরপর? উপরে আগুন ঝরানো সূর্য, নিচে ফোসকা ফেলানো বালু, এরই মাঝে বুকের ওপর পাথরচাপা নিয়ে কাতরাচ্ছেন বিলাল। আহাদ! আহাদ! প্রাণ যেন বের হয়ে গেল বিলালের; তবুও সাহায্য তো দূরের, চোখ তুলে সেদিকে তাকানোর সাহসও ছিল না কারও। সেই বিলাল-ই নিরিবিলি শান্ত দিমাশকের মসনদে বসে বলছেন তারই জীবনের গল্প..কেমন ছিল সেই গল্প? পৃথিবীকে বিদায় জানিয়েছেন নবীজি। অন্তিম সফরের প্রস্তুতিও শেষ। বিছানায় শুইয়ে দেওয়া হয়েছে তাকে। দলে দলে লোক আসছে। দেখছে। ডুকরে কেঁদে উঠছে। কারও বুক ভাঙছে চাপা কান্নায়। কারও আর্তনাদে। কী ঘটেছিল নবীজির জীবনের শেষ কিছু দিনে? এমনই টান টান উত্তেজনা এবং অসম্ভব মায়ায় জড়ানো তিনটি গল্পের দাস্তান—প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্তের রুক্ষ, অথচ মায়াবী জগতে আপনাকে স্বাগত..