বর্তমান গ্রন্থটি মরহুম, মীর্জা মোবিনুদ্দিন আহমদ এর ইসলাম সম্পর্কিত গ্রন্থ সিরিজের অন্তভুর্ক্ত ৪র্থ খণ্ড। মরহুম, মেফ্তাহুল ফোরকান বা কোর—আন তত্ত্ব শিরোনামের ইসলাম সম্পর্কিত ৬টি খণ্ড রচনা করেন। আমরা ৬ষ্ঠ খণ্ড ছাপা অথবা পাণ্ডুলিপি আকারে সংগ্রহ করতে পারি নাই। বর্তমান ৪র্থ খণ্ডের ভূমিকায় লেখক জানাচ্ছেন তাঁর রচিত ১ম, ২য়, ৩য় ও ৫ম খণ্ড বিভিন্ন মহলে সমাদ্দৃত হয়েছে এবং ষষ্ঠ খণ্ডটি যন্ত্রস্থ রয়েছে বলে জানাচ্ছেন। এ তথ্য ৬ষ্ট খণ্ড ছাপার ইঙ্গিত বহন করছে। তিনি জানাচ্ছেন ‘কোরআন তত্ত্বের ষষ্ঠ খণ্ডে কোরআন মজীদের আহকাম অর্থাৎ আদেশ ও নিষেধ বানী সমূহ মূল আরবী ভাষায় অনুবাদ সহ সম্বলিত হইয়াছে। ইনশাল্লাহাতা’লা শীঘ্র যন্ত্রস্থ হইবে।’ ৬০০ অধিক পৃষ্ঠা সম্বলিত বর্তমান খণ্ডটি ১৯৩৩ সালে লেখক কতৃর্ক প্রকাশিত হয়। সে সময় তিনি সরকারী চাকুরী থেকে অবসর গ্রহণ করে মানিকগঞ্জের হাজীনগর স্থানে স্থিত হয়েছেন। বাংলা ভাষায় ইসলামের ইতিহাসের এ রকম বিস্তারিত বর্ণনামূলক রচনা এর আগে রচিত হয়েছে বলে প্রমান পাওয়া যায় না। সুললিত বাংলায় লেখা বইটি আরবী ও ইংরেজী লেখকদের বহুল উদ্ধৃতি লক্ষণীয়। এ সমস্ত উদ্ধৃতি যথাযথ সূত্র উল্লেখিত হওয়ায় বইটির ঐতিহাসিক মূল্য অপরিসীম। ইতিহাসের লেখক যখন মুসলমান সেখানে লেখকের সহজাত আবেগ ও উচ্ছ্বাস বইটির প্রামান্যতার হানি ঘটায়। বর্তমান বইটি সম্পূর্ণ ভাবে ঐতিহাসিকের দৃষ্টিভঙ্গী অবলম্বন করে লেখক রচনা করতে সমর্থ হয়েছেন। প্রায় নয় দশক আগের পাঠকবৃন্দ এব্যাপারে সহমত প্রকাশ করেছেন।