ভূমিকা ভূত নামটার মধ্যেই রয়েছে এক রোমহর্ষক শিহরণ। ভূত যারা বিশ্বাস করে তাদের কথা নাই বা বললাম। ভূতকে ফুৎকারে উড়িয়ে দেয় যারা সেই অবিশ্বাসীরাও ভূতের গল্পের আকর্ষণ এড়াতে পারে না। ছোট থেকে বড় এবং ভূতে বিশ্বাসী এবং অবিশ্বাসী সকলেই ভালবাসে রোমাঞ্চের শিহরণ পেতে। আর সেটা পুরোমাত্রায় পাওয়া যায় ভূতের গল্পে। ভূতের গল্পের চাহিদাও সেই কারণেই পৃথিবীজোড়া। আশ্চর্যের ব্যাপার হল যুক্তিবাদী বস্তুতান্ত্রিক বর্তমান বিশ্বে ভূতের গল্পের চাহিদা ক্রমবর্ধমান। পাঠকদের আগ্রহ ও আকর্ষণ দিন দিনই বেড়ে চলেছে। ভূতেরও আবার রকমফের কম নয়। গেছো ভূত, মেছো ভূত, শহুরে ভূত, গেঁয়ো ভূত, ভয় পাওয়ানো ভূত, পোড়ো বাড়ির ভূত— আরও কত। রকম রকম ভূত, তাদের কার্যকলাপও বহু বিচিত্র। সেই সবের মধ্যে মিশে থাকে কেবল ভয়ের শিহরণই নয়, কৌতূহল, সন্দেহ, ব্যথা-বেদনা, প্রতিহিংসা, হিংসা বিদ্বেষ। এই কারণে সবশ্রেণীর পাঠকই তাদের চাহিদা মতো মনের খোরাক পেয়ে যান ভূতের গল্পে এই সংকলনে প্রবীণ নবীন সবশ্রেণীর লেখকের নির্বাচিত গল্প সংগৃহীত হয়েছে। লেখকদের আন্তরিক সহযোগিতার জন্যই এই সংকলন প্রকাশ করা সম্ভব হল। তাঁদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।