সূচিপত্র প্রথম খন্ড মধ্যযুগ (১২০০-১৭৫৭ খ্রি.) * সুলতানী বাংলার ইতিহাসের উৎস * মুসলিম বিজয়ের প্রাক্কালে বাংলার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অবস্থা * তুর্কীয় বিজয়ের পূর্বে বাংলার মুসলমানদের আগমনের স্বপক্ষে প্রমাণ * খলজী মালিকের অধীনে বাংলা * ফিরোজশাহী বংশের শাসন * বাংলায় তুর্কী শাসন * বলবনী শাসনামলে বাংলা * মুবারক শাহী বংশ বা বাংলায় স্বাধীন সুলতানী শাসন * ইলিয়াস শাহী বংশ * রাজা গণেশের বংশ * পরবর্তী ইলিয়াস শাহী বংশ বা মাহমুদ শাহী বাংশ * হাবশী শাসন * হোসেন শাহী বংশ * কররানী বংশের উত্থান ও পতন * সম্রাট আকবরের বাংলা বিজয় * বাংলায় বার ভুইয়া * সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে বাংলা * সম্রাট শাহজাহানের শাঅসনামলে বাংলা * সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে বাংলা * নবাবী আমল
দ্বিতীয় খন্ড - আধুনিক যুগ (১৭৬৪-১৯৭১) * মীর কাশেস আলী খান * দেওয়ানী লাভ, দ্বৈত শাসন ও দুর্ভিক্ষ * চিরস্থায়ী বন্দোবস্ত * সংস্কার আন্দোলন * সিপাহী বিদ্রোহ * বাংলায় ইংরেজ বিরোধী সশস্ত্র আন্দোলন * ১৯০৫ সালের বঙ্গভঙ্গ * মুসলিম লীগ প্রতিষ্ঠা * খিলাফত ও অসহযোগ আন্দোলন * ১৯২৯ সালে জিন্নার ১৪ দফা * ১৯৪০ সালের লাহোর প্রস্তাব * ১৯৪৭ সালের ভারত শাসন আইন * ১৯৫২ সালের ভাষা আন্দোলন * ছয় দফা * পাকিস্তানী শাসনামলে বাঙালিদের প্রতি বৈষম্যমূলক নীতি * ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান * ১৯৭০ সালের নির্বাচন * ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ
মাহবুবুর রহমান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, তেজগাঁও কলেজ, ঢাকায় অধ্যাপনা করছেন। তিনি ঢাকায়। এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্ব-পুরুষ ১৮০০ শতাব্দীতে আরবের ইয়েমেন থেকে চাঁদপুর জেলায় ইসলাম ধর্ম প্রচার করতে আসেন। পিতা মরহুম মুহম্মদ আব্দুর রহমান, মাতা মরহুমা ফাতেমা খাতুন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে এমএ পাস করার পর ২০১০ সালে ঢাকার ওয়েস্টার্ন কলেজে (৫ প্রভাষক পদে যােগদান এবং পরবর্তীতে উক্ত কলেজে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে ঢাকার তেজগাঁও কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে যােগদান করেন। তিনি বাংলার ইতিহাস মধ্যযুগ ও বাংলাদেশে ইসলাম ধর্মের আগমন ও পীর। আওলিয়াদের জীবন ও কর্মের উপর একজন মৌলিক গবেষক। তাঁর প্রথম লেখা ১৯৯৬ সালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ঢাকা থেকে প্রকাশিত হয়। এ পর্যন্ত তাঁর ২০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।