Most people usually invest in the same four to five assets: real estate, gold, mutual funds, fixed deposits and stock markets. All they end up making is a measly 8 to 12 per cent per annum. Those who are exceptionally unfortunate get stuck in the middle of a crash and end up losing a lot of money. What if there was another way? What if you could get not 10 or 15 but 20 per cent Compound Annual Growth Rate (CAGR) on your investments? What if there was a way to grow your money four to five times whilst taking half the risk compared to the overall market?
Bestselling author of Gurus of Chaos and The Unusual Billionaires, Saurabh Mukherjea puts his money where his mouth is. Saurabh follows the Coffee Can approach to high-quality, low-risk investing. His firm, Ambit Capital, is one of the largest wealth managers in India which invests with this approach and delivers tremendous returns. In Coffee Can Investing, Saurabh will show you how to make low-risk investments that generate great returns. Take immediate control of your financial destiny!
Title
Coffee Can Investing - The Low Risk Road to Stupendous Wealth
সৌরভ মুখার্জির জন্ম কলকাতায়৷ পড়াশোনা সাউথ পয়েন্ট হাই স্কুলে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পশ্চিমবঙ্গে ত্রয়োদশ স্থান অধিকার করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রনিক্স এবং টেলিকম্যুনিকেশন নিয়ে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং। তারপরে, দিল্লির স্কুল অফ ম্যানেজমেন্ট স্টাডিজ থেকে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর। বর্তমানে একটি বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থায় অ্যাসোসিয়েট ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মরত। ভারতের একাধিক কলেজের সঙ্গে যুক্ত আধুনিক প্রযুক্তিশিক্ষার উপদেষ্টা হিসেবে। আধুনিক তথ্যপ্রযুক্তি বিষয়ে দেশে-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে বক্তা হিসেবে অংশগ্রহণ করেছেন, লিখেছেন একটি জনপ্রিয় পাঠ্যপুস্তক। কাজের সূত্রে ভ্রমণ করেছেন বহু দেশে, খুব কাছ থেকে দেখেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের সংস্কৃতি, লোকাচার, সমাজব্যবস্থা। গোয়েন্দা অগস্ত্য পুরকায়স্থকে নিয়ে সৌরভের লেখা এর আগের দুটি উপন্যাস 'চন্দ্রলেখা নিহত' ও 'ঐন্দ্রিলা ঘরে ফেরেনি' পাঠক- সমালোচকদের দ্বারা সমাদৃত এবং বিভিন্ন পত্র-পত্রিকায় ও ওয়েবসাইটে প্রশংসিত। ইংরাজি ভাষায় লেখা তাঁর উপন্যাস বেস্টসেলার। একাধিক সাহিত্য পুরস্কারে সম্মানিত।