কথা সামান্যই রবীন্দ্রনাথ থেকে নয়ের দশকের শ্রীজাত এই দীর্ঘ কালখণ্ড থেকে সংগৃহীত হয়েছে একশত কবির একশত প্রতিনিধিস্থানীয় কবিতা। কবি এবং কবিতা নির্বাচনে স্বভাবতই নির্মম ও আপোষহীন হতে হয়েছে (একজন সম্পাদকের পক্ষে যতটা হওয়া সম্ভব)। হ্যাঁ, আমি বিশ্বাস করি, বহু উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কবিকে এ সংকলন ধারণ করতে অক্ষম হয়েছে। এ অসহায়তার দারিদ্র্য সম্পাদককেও ভাবিয়েছে বারবার। তবু একথা মেধাবী পাঠকমাত্রই স্বীকার করবেন যে, একটি বিশেষ সংকলনের অনেক অসহায়তার মধ্যে এই দারিদ্র্যের দিকটি ক্ষমাপূর্ণ চোখে মেনে নিয়ে গ্রন্থটি হাতে তুলে নিতে হবে। আমি বিশ্বাস রাখি এরপর পাঠক কবিতার মায়াজালে আচ্ছন্ন হবেন এবং বিরতিবিহীন পাঠে মগ্ন হবেন । কবিতা সম্ভারের স্বভাবতই নামকরণ করা হয়েছে “চিরকালীন কবিতা”। গ্রন্থটি নির্মাণের নেপথ্যে আন্তরিক প্ররোচনা জুগিয়েছেন প্রকাশক বিশ্ববিকাশ বাবু নিজেই। তাঁর নিষ্ঠাবান প্রচেষ্টা ও সম্পাদকের স্বপ্ন দিয়ে রচিত হল এই সন্দর্ভ “চিরকালীন কবিতা”। সংগ্রহে কবির জন্মসালের ক্রমানুসারে সাজানো হয়েছে কবিতা। ফলে অনুসন্ধিৎসু পাঠক খুব সহজেই বিশেষ সময়ের ভাষা, নির্মাণশৈলী ভাষাভঙ্গির বিবর্তন, বাঁকবদল, দর্শনভাবনার উজ্জ্বল আলোর মুখোমুখি হবেন । সময় যত এগিয়ে যাবে ততই মূল্যবান হয়ে উঠবে এই গ্রন্থ। মর্যাদার এই অভিনিবেশ অর্জনের জন্য সংকলনের প্রতিটি কবিতা উন্মুখ হয়ে আছে। আমি বিশ্বাস করি সংগৃহীত প্রতিটি কবিতা বর্তমান ও আগামী প্রজন্মের রক্তে ও মেধায় মিশে উড়ানের বিস্ময় হয়ে উঠবে। তারায় তারায় ফুটে উঠবে পাঠকের অনন্ত নীলিমা......
শূন্যদশকের উজ্বল তরুণ কবি। এ সময়ের বিশিষ্ট সম্পাদক। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ : মায়াবী রাবণ, চুম্বনের কাছে ঋণী, নিরুদ্দেশ তার হাসির ভেতরে ও স্পর্শসংগ্রহ। প্রধান লেখালেখি দেশ পত্রিকায়। সম্পাদনা করেছেন রবীন্দ্রনাথ, জীবনানন্দ, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। তাঁর সম্পাদিত আবৃত্তির কবিতা কবিতার আবৃত্তি, হে প্রেম, হে নৈঃশব্দ্য পাঠকের ঘরে ঘরে। পেয়েছেন চাকা সাহিত্য পুরস্কার, পার্থিব সাহিত্য পুরস্কার। কবিতা পাঠের জন্য ও সেমিনারে প্রধান বক্তা হিসাবে আমন্ত্রিত হয়েছেন চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে। কবিতার পাশাপাশি লেখেন ছোটোগল্প ও প্রবন্ধ।