মাওলা সূফী সদর উদ্দিন আহমদ চিশতী (আঃ) এঁর ছোট ছোট প্রবন্ধগুলো একত্রিকরণের প্রয়াসমাত্র এই “প্রবন্ধ সংকলন”। প্রবন্ধগুলো হারিয়ে যাওয়ার ভয় থেকেই অধিকাংশ প্রবন্ধ একত্র করে ২০১০ সালে পাঠকদের সুবিধার্থে সর্বপ্রথম “প্রবন্ধ সংকলন” নামে গ্রন্থটি ছাপানো হয়। বর্তমানেও পাঠকদের সুবিধার কথা মাথায় রেখেই মাওলার সবগুলো প্রবন্ধ একসাথে সন্নিবেশ করে প্রবন্ধ সংকলন নামেই তিনটি খণ্ডে ছাপানো হল। মাওলার অভিষেক, ইসলাম ধর্মে মতভেদের কারণ, ইসলামের মৌলিক বিধান, ১৮ জিলহজ্ব গাদিরে খুম-এ বিদায় হজ্বের ভাষণে মুহাম্মাদুর রসুলাল্লাহ (সাঃ) লক্ষাধিক হজ্ব সমাপনকারী সাহাবী ও জনতার মাঝে এহরামের পোশাক পরিহিত অবস্থায় আল্লাহর ওহি সমেত ঘোষণা করিলেন-“আমি যার মাওলা আলী তার মাওলা”। সমগ্র জাহানের রসুল পরবর্তী নেতা হিসেবে মাওলা আলীর অভিষেক সম্পন্ন করিলেন। অভিষেক ক্রিয়া শেষে আল কোরআনের পরিপূর্ণতার আয়াত “আজ তোমাদের দ্বীন পূর্ণ করিয়া দিলাম এবং তোমাদের ওপর আমার নেয়ামতের পরিপূর্ণতা দান করিলাম এবং তোমাদের দ্বীন ইসলামের ওপর আমি রাজি হইলাম”- নাজেল হয়। কিন্তু আফসোস নবী পরবর্তী সময় হতে আজ পর্যন্ত সমগ্র বিশ্বের সামগ্রিক দূরাবস্থার মূল কারণ মাওলা আলীর অভিষেক অস্বীকার করে খেলাফত প্রতিষ্ঠা। মাওলার অভিষেক প্রবন্ধে এই অতি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিলটির কোরআন ও হাদীসের আলোকে আলোচনা প্রকাশ করা হয়েছে। পরবর্তীকালে মোহাম্মদী ইসলামের নামে বিশ্বব্যাপী তলোয়ারের অভিযান চলেছিল দিগ্বিজয়ী শাসকদের দ্বারা। এতে হয়নি মোহাম্মদী ইসলামের, কোরান দর্শনের প্রচার ও প্রসার। যা হয়েছে তা শুধুই সাম্রাজ্যেবাদী রাজ্য বিস্তার। জনগণের মাঝে বিভ্রান্তি রচনা করে শাসকদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করেছে পোষা কিছু আলেম নামধারী মধ্যযুগীয় লেখক দ্বারা। ফলে মোহাম্মদী দর্শনকে আড়ালে রেখে ইসলামের নামে প্রচার হয়েছে বহু মতবাদ, সৃষ্টি হয়েছে মতভেদ। এই পুস্তকে সেই মতভেদের কারণগুলোই তুলে ধরেছেন মাওলা সদর উদ্দিন আহমদ চিশতী (আঃ)। ইসলামের মৌলিক বিধানে লেখক মোহাম্মদী ইসলামী রাষ্ট্রে মোহাম্মদী আদর্শের রূপরেখা সংক্ষিপ্তভাবে তুলে ধরেছেন। এবং মোহাম্মদী ইসলামের মৌলিক ভিত্তিগুলির বিশ্লেষণ করেছেন। মওদুদী যে বুর্জোয়া রাজশক্তি এজিদ-মাবিয়ার তল্পিবাহক এবং সমর্থক এবং ইসলামের সাম্যবাদের দুশমন-একথাই প্রমাণ করেছেন। সাম্যবাদী ইসলামকে রাজশক্তি অসাম্যের ধর্মে পরিণত করেছে। মওদূদী সেই বুর্জোয়া ইসলামের সমর্থক। হযরত ঈসা নবীর অনুসারীদের মাঝে Trinity বা ত্রিত্ববাদ বিষয়ে যে Concept : আছে তার খ্রিস্টীয় বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন দলের মাঝে যে ধারণার ভিন্নতা রয়েছে তাকেই মূল আদর্শের ভিত্তিতে এই প্রবন্ধে আলোচনা করা হয়েছে।