বই সম্পর্কে কিছু কথা কয়েক দশকের ইসলামি চিন্তা-চেতনার অগ্রযাত্রায় সামাজিক ও পারিপার্শ্বিক নীতি-নৈতিকতার পর্যবেক্ষণের আলোকে ২০২২ খ্রিস্টাব্দে প্রথমবারের মতো প্রকাশিত ইসলামি চিন্তাবিদ ও লেখক শাহ্ আব্দুল বাতেনের ‘আপনার সন্তানকে কেমন দেখতে চান?’ বইটি। এজন্য মহান আল্লাহর দরবারে জানাই লাখো-কোটি শুকরিয়া। সম্পাদনা পরিষদের দীর্ঘদিনের ঐকান্তিক প্রচেষ্টার ফসল এটি, যা আপনার সন্তানকে আদর্শ ও নৈতিকতার ভিত্তিতে একজন যোগ্য সন্তান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আপনাকে অন্য সবার চেয়ে এগিয়ে রাখবে বলে আমার বিশ্বাস। দেশ ও জাতির ওপর আদর্শবাদি সন্তান প্রত্যাশিদের অর্জিত আস্থা দৃঢ়করণে ঐতিহাসিক চ্যালেঞ্জ জয়ে অনন্য ভূমিকা রাখতে সাহায্য করবে এটি। বইটিতে রয়েছে পিতামাতা ও তাদের সন্তানের বিভিন্ন দায়িত্ব, কর্তব্য ও ভালোবাসার পরম উদাহরণের সবদিক বিচার-বিশ্লেষণমূলক পুঙ্খানুপুঙ্খ বৈজ্ঞানিক বিশ্লেষণ ও দিক নিদের্শনা। অসধারণ সব বৈশিষ্ট্যের সমন্বয়ে গ্রন্থিত ও দক্ষ হাতে নিপুণতার সাথে সাজানো এই বইটি পাঠকের স্বার্থ হাসিল করার পাশাপাশি বিভিন্ন শিক্ষার্থী, পেশাজীবী ও ধর্মীয় অনুশাসন মেনেচলা ব্যক্তিবর্গের গুণগত মানের ক্ষেত্রে কাঙ্খিত সাফল্যের প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান করবে। সর্বোপরি বর্তমান প্রজন্মের ধারাবাহিকতা ও অভিজ্ঞতার আলোকে আমার দৃঢ় বিশ্বাস- প্রচলিত ক্যারিয়ার গাইডলাইন বইয়ের তুলনায় ‘আপনার সন্তানকে কেমন দেখতে চান?’ বইটি আপনার সাফল্যের সাথে সাথে আপনার সন্তানের উজ্জ্বল ও আদর্শিক ভবিষ্যতের ভিত্তি গড়ে দেবে এবং স্বপ্নপূরণ করবে মহাদিনের।