মাওলা সূফী সদর উদ্দিন আহমদ চিশতী (আঃ) এঁর ছোট ছোট প্রবন্ধগুলো একত্রিকরণের প্রয়াসমাত্র এই “প্রবন্ধ সংকলন”। প্রবন্ধগুলো হারিয়ে যাওয়ার ভয় থেকেই অধিকাংশ প্রবন্ধ একত্র করে ২০১০ সালে পাঠকদের সুবিধার্থে সর্বপ্রথম “প্রবন্ধ সংকলন” নামে গ্রন্থটি ছাপানো হয়। বর্তমানেও পাঠকদের সুবিধার কথা মাথায় রেখেই মাওলার সবগুলো প্রবন্ধ একসাথে সন্নিবেশ করে “প্রবন্ধ সংকলন” নামেই তিনটি খণ্ডে ছাপানো হল। ক্বেবলা ও সালাত, মাওলার প্রবন্ধ হতে বিবিধ সংকলন,Sura Fatiha and Concept of pantheism, কোরানুল হাকীমের সাংকেতিক অক্ষরসমূহের পরিচয়, শাহ্পীর চিশতীর রওজা জিয়ারত, দোয়ায়ে গঞ্জুল আরশ ও শাজারা শরীফ প্রবন্ধ সমূহের সমন্বয়ে “প্রবন্ধ সংকলন -তৃতীয় খন্ড” প্রকাশ করা হলো। ক্বেবলা সঠিকভাবে নির্ধারিত না হলে কারও সালাতই গ্রহণযোগ্য নয়। সালাত বলিতেই দায়েমী সালাত বুঝায়। প্রকৃতপক্ষে দায়েমী সালাতকারীই মুসল্লি। একটানা দায়েমী সালাতের নির্দেশ দান এবং পালন প্রতিষ্ঠাই কোরানের লক্ষ্য। একজন ব্যক্তি তাহার ব্যক্তিগত জীবনে কোরানের আলোকে কিভাবে আনুষ্ঠানিকতা পালন করবে এবং আপন মুর্শিদকে কেন্দ্র করে শিষ্য কিভাবে মন-মানসিকতা তৈরি করবে এবং জীবনের কর্মগুলো সাজিয়ে নেবে- তার নির্দেশনা এখানে দেওয়া হয়েছে। কিছু ঐতিহাসিক চিঠি, মোবাহেলা, আহ্লে বাইতের পরিচয়, এতিমের বৈশিষ্ট্য এমনইতর নানান গুরুত্বপূর্ণ বিষয় এই প্রবন্ধসমূহে সন্ধিবেশিত হয়েছে।