ছাত্রপাঠ্য বাংলা ব্যাকরণের সমস্যা বেশ পুরোনো। শুরু হয়েছিল হয়তো হ্যালহেডের ব্যাকরণ (১৭৭৮) কিংবা কেরির ব্যাকরণ (২য় সংস্করণ ১৮০৫) থেকে। ব্যাকরণগুলোতে বাংলা ভাষার বৈশিষ্ট্য আমলে না এনেই সংস্কৃত মুগ্ধবোধ ব্যাকরণের ছাঁচে বাংলা ব্যাকরণকে ঢেলে সাজানো হয়েছিল। এতে তৈরি-হওয়া ছাঁচটি আজতক ছাত্রপাঠ্য ব্যাকরণের মূল ছাঁচ হিসাবে থেকে গেছে। এরপর রচিত হয়েছে অসংখ্য স্কুলপাঠ্য ব্যাকরণ, কিন্তু বাংলা ব্যাকরণ শেষ পর্যন্ত ‘ব্যাকরণ-বিভীষিকা’ হয়েই রয়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষার ‘স্বাতন্ত্র্য ও স্বায়ত্তশাসন’ প্রতিষ্ঠা করেছিলেন তাঁর ভাষা-আলোচনায়। ব্যাকরণ বইগুলোতে তার তেমন প্রভাব দেখা যায়নি। অধ্যাপক যতীন সরকার ব্যাকরণের প্রচল ছাঁচে কোনো বৈপ্লবিক বদল ঘটাননি; কিন্তু বাংলা ভাষার বৈশিষ্ট্যগুলোকে যথাসম্ভব জায়গা দিয়ে নতুনত্বের সম্ভাবনা তৈরি করেছেন। কাজটি তিনি করেছেন গল্পচ্ছলে। তাতে তিনটি প্রধান চরিত্রের সাথে সাথে অপ্রধান চরিত্রগুলোকেও চরিত্র-স্বরূপে চেনা যায়। গল্পরস জমে ওঠে। বিশেষ গাল্পিক-ভাষিক মুহূর্ত তৈরি করে নিয়ে তিনি ঢুকেছেন ব্যাকরণিক সমস্যাগুলোতে। আলোচনা করেছেন সরল ভাষায়। খেয়াল রেখেছেন, ব্যাকরণের আলোচনার সূ²তা যেন ক্ষুণœ না হয়। পরীক্ষা তাঁর বিবেচনায় ছিল; কিন্তু মূল লক্ষ্য ছিল প্রশ্ন উত্থাপন করা এবং সমস্যাগুলো ভাষাতাত্তি¡কভাবে বিশ্লেষণ করা। ব্যাকরণের ভয় অকারণ বইটি ছাত্র-ছাত্রী এবং বিশেষত ব্যাকরণের শিক্ষকেরা অনুসরণ করলে, আশা করা যায়, বাংলাদেশের স্কুল-কলেজে ব্যাকরণ-শিক্ষার সুবাতাস বইবে। মোহাম্মদ আজম সহকারী অধ্যাপক বাংলা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়
Jatin Sarker জন্ম : নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে ২ ভাদ্র ১৩৪৩, ১৮ আগস্ট ১৯৩৬ । দীর্ঘ চার দশক ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে বাংলা ভাষা ও সাহিত্যে অধ্যাপনা করেন। উল্লেখযোগ্য গ্ৰন্থ : সাহিত্যের কাছে প্রত্যাশা, বাংলাদেশের কবিগান, বাঙালীর সমাজতান্ত্রিক ঐতিহ্য, সংস্কৃতির সংগ্রাম, মানবমন মানবধর্ম ও সমাজবিপ্লব, গল্পে গল্পে ব্যাকরণ, দ্বিজাতিতত্ত্ব নিয়তিবাদ ও বিজ্ঞানচেতনা, সংস্কৃতি ও বুদ্ধিজীবী সমাচার, আমাদের চিন্তাচৰ্চার দিক-দিগন্ত, ধৰ্মতন্ত্রী মৌলবাদের ভূত ভবিষ্যৎ ভাষা সংস্কৃতি উৎসব নিয়ে ভাবনা চিন্তা, প্রাকৃতজনের জীবনদর্শন, সত্য যে আমার যেটুকু সাধ্য । সম্পাদিত গ্ৰন্থ : সোনার তরী, প্রসঙ্গ : মৌলবাদ, জালালীগীতিকা সমগ্ৰ । বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি এবং ত্রৈমাসিক সমাজ অর্থনীতি ও রাষ্ট্র পত্রিকার সম্পাদক । মুক্তিযুদ্ধভিত্তিক অনবদ্য আত্মজীবনী পাকিস্তানের জন্ম মৃত্যু-দৰ্শন ‘প্রথম আলো বর্ষসেরা বই-এর পুরস্কারে সম্মানিত। সর্বোচ্চ রাষ্ট্ৰীয় সম্মান স্বাধীনতা পুরস্কার ও বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।