লেখক উদয় প্রকাশের জন্ম ১৯৫২ সালে, ভারতের মধ্যপ্রদেশের একটি গ্রামে। ‘ছাপ্পান্ন ভরি গয়না ও গোসাপের গল্প' নামক এই সংকলনটি উদয় প্রকাশের ‘তিরিছ’ নামক মূল হিন্দি গল্প সংকলনটির প্রথম সম্পূর্ণ বাংলা অনুবাদ । সংগ্রহটিতে প্রথমে তিনটি ছোটো ছোটো ‘আত্মকথাধর্মী’ গল্প স্থান পেয়েছে। আত্মকথাগুলি চমৎকার কাব্যময়। বাকি ছ'টি দীর্ঘ গল্পগুলির ক্ষেত্রেও এই কাব্যময় গদ্য মোহিত করতে পারে। প্লট সবর্স্ক ভাবধারা থেকে বেরিয়ে, চিরন্তন দার্শনিক বোধকে গল্পের কেন্দ্রবিন্দুতে রেখে তিনি গল্প লিখেছেন। আধুনিক জীবনের জটিলতা প্রতিমুহূর্তে যখন আমাদের নিরাশ করে, ভোগবাদের লালসা যখন প্রতিদিনের জীবনের ব্যর্থতাকেই শুধুমাত্র স্মরণ করাতে চায়, তখন এই গল্পগুলির জীবন জিজ্ঞাসা আমাদের চেতনাকে সাময়িক শান্তি দান দিতে পারে। আধুনিক হিন্দি সাহিত্যে ভীষণ পরিচিত ও জনপ্রিয় এই লেখক । গল্পের পাশাপাশি সাহিত্যের নানা ক্ষেত্রে নিজের ছাপ রাখতে সক্ষম তিনি। ‘তিরিছ’ নামক মূল গল্প সংকলনটিও হিন্দি সাহিত্যের ইতিহাসে নিজের স্থান পাকা করতে পেরেছে। আধুনিক ভারতীয় সাহিত্যের ধারাকে বোঝার ক্ষেত্রে গল্প সংকলনটি প্রয়োজনীয় হয়ে উঠবে, আশা রাখি।