ড. অরুময় বন্দোপাধ্যায়। জন্ম ১৯৬২ সালের ৫ই জানুয়ারি কলকাতার পানিহাটিতে। শৈশব থেকেই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা আর সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা। ১৯৭২ থেকে ‘সব পেয়েছির আসরে’ সংস্কৃতির আঙিনায় প্রবেশ- পাশাপাশি ব্রতচারী, ড্রিল, গাদি খো-খো, ভলিবল, ফুটবল, ক্রিকেটে দিন শুরু, সঙ্গে কবিতা পাঠ, নাট্যচর্চা। পানিহাটি ত্রাণনাথ বিদ্যালয়ের হয়ে অষ্টম শ্রেণি থেকেই আকাশবাণী কলকাতায় ‘বিদ্যার্থীদের আসর’ অনুষ্ঠানে অংশগ্রহণ। সেই প্রথম চেনা আকাশবাণী। তারপর যুববাণী, কলকাতা-ক, নাটক বিভাগে বহুবছর ধরে বহু অনুষ্ঠানে নিয়মিত এবং সক্রিয় অংশগ্রহণ। বঙ্গবাসী কলেজ থেকে নৃ-তত্ত্বে স্নাতক। Business Management পড়ার মাঝপথে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক নিয়ে অনার্স ও পোস্ট গ্র্যাজুয়েশন। ২০০৭ সালে নাট্য ও কবিতায় গবেষণা ও পিএইচডি সম্পন্ন করেন। Inter college cultural competition- এ champion, ১২৫তম রবীন্দ্র জন্মবর্ষে সরকার আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায় রাজ্য চ্যাম্পিয়ন। বিভিন্ন ক্যাসেট কোম্পানি থেকে আবৃত্তির শ্রুতিনাটকের ক্যাসেট প্রকাশ। একসঙ্গে কাজ করার সুযোগ পান-জগন্নাথ বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী মাধবী মুখোপাধ্যায়, অভিজিৎ বন্দোপাধ্যায়ের সঙ্গে। ১৯৮৩ সালে কলকাতা দূরদর্শনের ‘তরুণদের জন্য’ অনুষ্ঠানে প্রথম কবিতা পাঠ, তারপর থেকে বিভিন্ন বিভাগের জন্য script তৈরি, voice over, সাক্ষাৎকার গ্রহণ। পাশাপাশি নাট্য বিভাগের তালিকাভুক্ত হয়ে নাটকচর্চা চলতে থাকে নিয়মিত। এরই মধ্যে ‘বিভাব’ সংস্থায় ‘শ্যাম বন্দোপাধ্যায়ের’ কাছে নিবিড় নাট্যচর্চা ও আবৃত্তিচর্চার শুরু ১৯৭৯ সালে। রবীন্দ্রসদন, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আর রাজ্যের নানা প্রান্তে আবৃত্তি পরিবেশনা।