খেলাফতে রাশেদা বিশিষ্ট ইসলামী লেখক ও উর্দু সাহিত্যিক কাজী যায়নুল আবিদীন সংকলিত ‘তারীখে মিল্লাত' সিরিজের দ্বিতীয় ভাগ 'খেলাফতে রাশেদা' বিশ্ব নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তী চার খলীফার খেলাফতকালের সংক্ষিপ্ত বিবরণ। খেলাফতে রাশেদার স্বর্ণযুগের ইতিহাস মুসলিম মিল্লাতের জন্য অমূল্য পাথেয়। চার খলীফার জীবনীতে আমরা খুঁজে পাই দুনিয়া ও আখিরাতের বহু কল্যাণের দিকনির্দেশনা ও অনুপ্রেরণা। জীবনের বহু ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাপকাঠি হিসেবে গণ্য হয় খেলাফতে রাশেদার জীবনীতিহাস । বক্ষমান বইটিতে লেখক চার খলীফার খেলাফতকালকে অত্যন্ত নৈপূণ্যের সাথে বিন্যস্ত করেছেন। তাঁদের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী ও বহু গৌরবময় কীর্তি তুলে ধরেছেন। গুরুত্বপূর্ণ ঘটনা সমূহ বর্ণনার সাথে সাথে তার কারণ, প্রতিক্রিয়া ও ফলাফল সম্পর্কেও আলোকপাত করেছেন, যাতে শিক্ষার্থীদের মধ্যে গবেষণার মেজাজ ও দৃষ্টির প্রশস্ততা সৃষ্টি হয়। এ বইয়ে বর্ণিত খেলাফতে রাশেদার জীবনকালের ঘটনা ও তথ্যাবলী সর্বজন স্বীকৃত ও নির্ভরযোগ্য গ্রন্থাবলী থেকে চয়ন করা হয়েছে। খেলাফতে রাশেদা বইটি অত্যন্ত নির্ভরযোগ্য ও সর্বজন স্বীকৃত হওয়ার সুবাদে উপমহাদেশের কওমী মাদরাসাগুলোর পাঠ্যসিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে বহুদিন ধরে।