বেশিরভাগ কোম্পানির ব্যর্থতার পেছনের গল্প প্রায় একই। কারণ মার্কেটিং সম্পর্কে সম্মুখ জ্ঞান না থাকা এবং মার্কেটিং এর প্রতি অনিহা। কারণ বেশিরভাগ কোম্পানি তাদের সেলস বাড়ানোর জন্য তারা প্রচুর পরিমাণ সেলসম্যান নিয়োগ করে থাকে। এতে করে সাময়িক লাভবান হলেও একসময়ে তারা মুখ থুবড়ে পড়ে। কারণ নিয়ম অনুযায়ী যে পরিমাণ প্রচার হওয়ার কথা ছিল সেই পরিমাণ প্রচার কোম্পানি করতে পারেন নি। তাই শুধুমাত্র সেলসম্যান নির্ভর কোম্পানিগুলো খুব বেশি বড় হতে পারে না, কারণ “ প্রচার ই প্রসার“ তাই প্রত্যেকের উচিত সেলস বুস্ট এর পাশাপাশি সমানভাবে মার্কেটিং কেউ গুরুত্ব দেওয়া । কেননা মার্কেটিং হল একটি বিজ্ঞান। সঠিক কৌশলে যদি মার্কেটিং করা যায় তাহলে দীর্ঘমেয়াদী সুফল পাওয়া সম্ভব। এতে করে কোম্পানির ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় এবং কাঙ্ক্ষিত সেলস্ ও পাওয়া যায়। আমার এই বইটির লেখার উদ্দেশ্য হল মার্কেটিং সম্পর্কে সাম্যক ধারণা দেওয়ার পাশাপাশি বর্তমান বিশ্বের চাহিদা অনুযায়ী কি কি মার্কেটিং কৌশল ব্যবহার করে মার্কেটিং দক্ষতা অর্জন করা যায় সে বিষয়ে ব্যাখ্যার পাশাপাশি সচিত্র বর্ণনা করা। যারা মাকেটিং এর বিষয়ে অধিক জানেন অর্থাৎ এডভান্স লেভেল এর মর্কেটোর এই বইটি তাদের জন্য নয়। শুধু মাত্র যারা বিগেইনার বা মার্কেটিং এর ক্যারিয়ার করতে চান তাদের আত্মউন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে এই বইটি কাজে আসবে বলে আমি মনে করি । এখানে বিশদ আলোচনার পাশাপাশি আমি সচিত্র বর্ণনা করবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়।