ভূমিকা ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক (Ministry of Human Resource Development, Government of India) একাদশ ও দ্বাদশ শ্রেণির স্তরে ভারতের বিভিন্ন বোর্ডগুলির পাঠক্রমে সমতা আনার উদ্যোগ নিয়েছে যাতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেশের সমস্ত বোর্ডের ছাত্রছাত্রীরা সমান সুযোগসুবিধা পায়। এই উদ্যোগের ফলস্বরূপ National Council of Educational Research and Training (NCERT) এবং Coun- cil of Boards of School Education in India (COBSE)-এর একযোগে একটি সাধারণ পাঠক্রম (common syllabus / common core Syllabus core curriculum) তৈরি। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যাতে পিছিয়ে না থাকে তার জন্য প্রয়োজন সাধারণ পাঠক্রমের ওপর ভিত্তি করে অত্যন্ত ভালো মানের একটি বই। সেই উদ্দেশ্যেই আমাদের পুরোনো বইকে অত্যন্ত যত্নসহকারে আবার ঢেলে সাজানো। সাধারণ পাঠক্রমটি যেভাবে বিভিন্ন Unit-এ বিভক্ত; ছাত্রছাত্রীদের সুবিধার্থে সেইভাবে বইটিকে বিভিন্ন অংশে ভাগ করা হয়েছে। প্রতিটি Unit-এর সঙ্গে সংশ্লিষ্ট Core Curriculum দেওয়া হয়েছে। এ ছাড়াও প্রতিটি Unit-এর গুরুত্ব কতটা তা ছাত্রছাত্রীদের বোঝার জন্য প্রতিটি Unit-এর সঙ্গে সংযুক্ত হয়েছে Chapterwise Trend Analysis ও Chapterwise Graphical Analysis। প্রায় সমস্ত অধ্যায়েই দেওয়া হয়েছে দ্রুত সমাধানের কৌশল যাতে ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় দ্রুত সমস্যার সমাধান করতে পারে। যোগ করা হয়েছে NCERT প্রশ্ন ও উত্তর সংকেত, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নের নমুনা এবং অধ্যায় অনুযায়ী WBCHSE, WBJEE, JEE Main, AIPMT 3 NEET-এর বিগত বছরের প্রশ্নপত্র ও তার সমাধান। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে ছায়া পদার্থবিদ্যা-র দ্বিতীয় খণ্ডটি পরিবর্ধিত ও পরিমার্জিত করে একেবারে নতুন রূপ দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছিল। অভিজ্ঞ শিক্ষকশিক্ষিকাদের মূল্যবান পরামর্শকে পাথেয় করে এই সংস্করণটিকে আরও সুবিন্যস্ত ও ত্রুটিমুক্ত রাখার চেষ্টা করা হয়েছে। যেসব ছাত্রছাত্রী পদার্থবিদ্যা বিষয়ে অন্যদের থেকে এগিয়ে থাকতে চায় এবং বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে চায় তারা আগের মতোই এই বইটি পড়ে উপকৃত হবে, এটাই আমাদের বিশ্বাস।