একটি বাংলাদেশ স্বাধীনতা নিয়ে তোমাদের আজ কত আশা কত গর্ব। কিন্তু জানো কি কীভাবে শুরুটা হয়েছে প্রথম পর্ব ? পাকিস্তানের শাসক এসেছে বাংলাকে লুট করতে, বাঙালিকে ওরা দেয়নি শান্তি ভিতটা দেয়নি গড়তে। শত চেষ্টায়ও পাকবাহিনীকে করা গেল নাকো শুদ্ধ, পাকিদের সাথে তাই বাঙালির করতেই হলো যুদ্ধ। অবাক হয়ো না, মাত্র ন মাসে যুদ্ধ হয়েছে শেষ। কত ক্ষয়-ক্ষতি দিয়ে স্বাধীনতা । একটি বাংলাদেশ। একটি কবিতা একটি কবিতা ঘাস-ফুল-ফল খাল-নদী-জল মাঠের ফসল সবুজ বনানী-বন পাতার বাঁশির কত সুর আর পাখিদের গুঞ্জন। মাতৃভাষার এই কবিতাটি ব্যাখ্যা দিতে কি পারি ? ভাষা-শহীদের রক্তে অমর একুশে ফেব্রুয়ারি। একটি কবিতা সুললিত গান বাঙালির মান স্বপ্ন-সোপান সাতই মার্চ-এ ভাষণ বিশ্বের মাঝে একটি নতুন মানচিত্রের আসন। যুদ্ধ-জয়ের এই কবিতাটি জাতির কণ্ঠস্বর তিরিশ লক্ষ প্রাণের রক্তে ষোলই ডিসেম্বর। একটি কবিতা সারাটি জীবন পাঠ করে হয় শেষ ? যার শিরোনাম সোনার বাংলাদেশ। একটি একুশ একটি একুশ লাল লালে লাল সোনালি সকাল দুপুর-সন্ধ্যা-ভোর একটি একুশ আমার আকাশে চেতনার হুল্লোড়। একটি একুশ তরতাজা ফুল । বনের বাউল ছড়িয়ে বেড়ায় ঘ্রাণ একটি একুশ পদ্মা যমুনা বাঙালি জাতির প্রাণ। একটি একুশ মাকে মা বলার দিল অধিকার খালি করে মা-র বুক একটি একুশ সোনার বাংলা বাংলার সবটুক। একটি একুশ আদর সোহাগ ফাগুনের ফাগ সবুজ দূর্বাঘাস একটি একুশ আত্মদানের অক্ষয় ইতিহাস।
সেই ইতিহাস ভাষার গর্ব প্রাণের চঞ্চলতা । এটুকু শক্তি এনে দিল তাই স্বপ্নের স্বাধীনতা। একটি তারিখ একটি তারিখ আমার স্বপন কত না আপন বুকের ভেতরে বাজে। একটি তারিখ কৃষ্ণচূড়ার রঙ ধার করে সাজে। একটি তারিখ জন্ম দিয়েছে কত সংগ্রাম কত ইতিহাস ভালোবাসা-কাঁদা-হাসা। একটি তারিখ পূরণ করেছে বাঙালি জাতির আশা। একটি তারিখ আমার কবিতা আমার ছন্দ আমার গানের সুর। একটি তারিখ মনের আকাশে মেঘ-ভাঙা রোদ্দুর। একটি তারিখ মানে স্বাধীনতা আমার জননী বাংলার কথা আমি কি ভুলতে পারি? ভাষা শহীদের রক্তে অমর একুশে ফেব্রুয়ারি।
Sa. Mo. Shamsul Alam ১৯৬২ সালের ২৫ আগস্ট জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাধীন শিকজান গ্রামে। পিতা প্রয়াত এস. এম. শাহজাহান আলী এবং মাতা সালেহা শাহজাহান। তিনি ১৯৭৯ সাল থেকে লেখালেখি শুরু করেন এবং সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর অবাধ বিচরণ। প্রকাশিত গ্রন্থ প্রায় অর্ধশত। শিশুকিশোরদের জন্য লেখা গ্রন্থের সংখ্যা বেশি। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছেÑ আমার মনের আকাশ জুড়ে, মায়ের অলংকার, হেসে ফাটে দম, আব্বুর ফিরে আসা, আমার দেশের মনের সাথে, বাবার কবর, মিরধা ভাইয়ের মজার কীর্তি, শব্দরম্য, নতুন রঙে আঁকা, গল্প নাচে ছড়ার গাছে, ছড়াসমগ্র, কিশোর কবিতা সমাহার, কিশোর গল্প সমাহার প্রভৃতি। ২০১৬ সালে প্রকাশিত ‘আমার বঙ্গবন্ধু’ বইটি পাঠক-সমাজে সমাদৃত হয়েছে।
স.ম. শামসুল আলম বেশ কিছু সংগঠন থেকে সংবর্ধনা-সম্মাননা পেয়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে, শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদ কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননাÑ২০১৪, কবিতায় বিশেষ অবদানের জন্য কবি ওমর আলী সাহিত্য পদকÑ১৪২২, ছড়াসাহিত্যে বিশেষ অবদানের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি পদকÑ২০১৬, বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি কর্তৃক মায়ের অলংকার গ্রন্থের জন্য কিশোরকবিতা সম্মাননাÑ২০১৬, কিশোর কবিতা ও গদ্যে বিশেষ অবদানের জন্য মোহাম্মদ নাসির আলী শিশুসাহিত্য পুরস্কার-২০১৭ প্রভৃতি। বর্তমানে তিনি নির্মাণ ও আবাসন ব্যবসার সাথে জড়িত। শিশু-কিশোর সংগঠন আনন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি।