সি আই এ-র উজ্জ্বলতম জ্যোতিষ্ক কনর ফিটযেরাল্ডকে বলা হয় প্রফেশনালদের প্রফেশনাল। কিন্তু এ মানুষটির প্রধান শত্রু তার বস হেলেন ডেক্সটার। তিনি যে কোন মূল্যে তাঁর পথের কাঁটা কনরকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে বদ্ধপরিকর। স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট যাকে ভয় পান সেই হেলেনকে রুখবার শক্তি কি কনরের আছে? ওদিকে রাশিয়ার নব নির্বাচিত উন্মাদ রাষ্ট্রপতি যেরিমস্কি আমেরিকার সঙ্গে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দেবার ছুতো খুঁজছেন। তাঁকে হত্যা করার জন্য মার্কিন প্রেসিডেন্টকে না জানিয়েই কনরকে রাশিয়া পাঠিয়ে দিলেন সি আই এ প্রধান হেলেন ডেক্সটার। কনর ধরা পড়ে গেল। এখন কী হবে? হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে এ কাহিনীর শুরু। তারপর ডালপালা মেলে বিশ্বের কয়েকটি মহাদেশে বিস্তারলাভ করেছে গল্প। দুর্ধর্ষ স্পাই কনরের সঙ্গে আপনারাও ঘুরে আসতে পারেন সেন্ট পিটার্সবার্গের মাফিয়া কিং-এর প্রাসাদ থেকে যে কিনা যেরেমস্কির মহা শত্রু। প্রিয় পাঠকগণ, রুদ্ধশ্বাস স্পাই থ্রিলারের স্বাদ দেবে দি ইলেভেন্থ কমান্ডমেন্ট। বাজি ধরতে পারি বহুদিন আপনারা এমন চমৎকার স্পাই থ্রিলার পড়েন নি! একদম শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনায় ধরে রাখবে আপনাদেরকে এ বই।