এইচএসসি নবদূত ইংরেজি টেস্ট পেপার ২০২৩ - Nobodoot HSC Communicative English Special Model Test Papers with Suggestions - Exam 2023 বইটির ভূমিকা - মহান সৃষ্টিকর্তার অপরিসীম অনুগ্রহে পার® HSC Communicative English Special Model Test Papers with Exclusive Final Suggestions বইটি (Made Easy সহ) প্রকাশিত হলো। কোভিড-১৯ প্রেক্ষিতে NCTB ১২ জুন ২০২২ তারিখে এইচএসসি পরীক্ষা ২০২৩-এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ও মানবণ্টন প্রকাশ করেছে। এইচএসসি পরীক্ষার্থীদের ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের ব্যাপক অনুশীলনের সুবিধার্থে ও সর্বোচ্চ প্রস্তুতির লক্ষ্যে সেরা কলেজসমূহের ২০২২ সালের ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রের সমন্বয়ে NCTB প্রদত্ত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ও মানবণ্টন অনুযায়ী Special Model Test Papers বইটি (Made Easy-সহ) প্রকাশ করা হয়েছে। এইচএসসি নবদূত ইংরেজি টেস্ট পেপার ২০২৩ - Nobodoot HSC Communicative English Special Model Test Papers with Suggestions - Exam 2023 বইটির সমুজ্জ্বল বৈশিষ্ট্যসমূহ : এইচএসসি পরীক্ষা ২০২৩-এর জন্য NCTB প্রদত্ত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ও মানবণ্টন পূর্ণাঙ্গরূপে অনুসৃত । এইচএসসি পরীক্ষা ২০২৩-এর জন্য NCTB প্রদত্ত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ও মানবণ্টনের আলোকে পরীক্ষায় কমন উপযোগী Exclusive Final Suggestions সংযোজন । সেরা কলেজসমূহের ২০২২ সালের সর্বশেষ ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রের সমন্বয়ে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে মোট ১০০টি Special Model Test সংযোজন। শিক্ষার্থীদের অনুশীলনের সুবিধার্থে Seen Comprehension গুলোর বাংলা অনুবাদ সংযোজন । সকল বোর্ডের ২০১৯ থেকে ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্র এবং ২০১৯ থেকে ২০১৬ সালের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র NCTB প্রদত্ত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ও মানবণ্টনের আলোকে কিছুটা পরিবর্তন করে Special Model Test আকারে উপস্থাপন । সাম্প্রতিক বিষয়ের ওপর Writing সংযোজন। Writing and Composition অংশে গুরুত্বপূর্ণ ও কঠিন শব্দসমূহের অর্থ সংযোজন । প্রতিটি প্রশ্নোত্তর ELTIP Training-প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা কর্তৃক সম্পাদিত । Made Easy বইয়ে প্রতিটি প্রশ্নের সহজবোধ্য, নির্ভুল ও পূর্ণাঙ্গ উত্তর সংযোজন । - ছাত্রছাত্রীদের অনুশীলনের সুবিধার্থে Made Easy আলাদাভাবে প্রকাশ করা হয়েছে। এতে করে ছাত্রছাত্রীরা প্রথমে নিজেরা প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে। তাদের উত্তর কতটুকু সঠিক হলো তা Made Easy বইয়ের মাধ্যমে যাচাই করতে পারবে। জ্ঞানগৃহ প্রকাশনী বিশ্বাস করে একটি মানসম্পন্ন বই একজন শিক্ষার্থীর জ্ঞানার্জনের পথে পরম বন্ধুর ভূমিকায় অবতীর্ণ হয়। এই লক্ষ্যে শ্রদ্ধেয় শিক্ষক/শিক্ষিকাবৃন্দের অক্লান্ত প্রচেষ্টা এবং জ্ঞানগৃহ গবেষণা ও সম্পাদনা পরিষদ-এ -এর সম্মানিত সদস্যবৃন্দের সার্বক্ষণিক শ্রমের ফলে বইটি যথাসময়ে নির্ভরযোগ্য বই হিসেবে প্রকাশ করতে সক্ষম হয়েছি। বইটি যেন শতভাগ নির্ভুলভাবে প্রকাশিত হয় সেজন্য আমরা সর্বাত্মক সচেষ্ট থেকেছি। এতদ্সত্ত্বেও যদি মুদ্রণজনিত কারণে কোনো ত্রুটি দৃষ্ট হয় এবং কোনো সজ্জন আমাদের দৃষ্টি আকর্ষণ করেন তবে আমরা তা নির্দ্বিধায় আন্তরিকভাবে গ্রহণ করব। যেসকল সুধী পরামর্শ দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে, বইটি পরীক্ষার্থীদের কাঙ্ক্ষিত সফলতা বয়ে আনলে আমাদের সময় ও শ্রম সার্থক হবে বলে মনে করছি। প্রকাশক
Title
Nobodoot HSC Communicative English Special Model Test Papers with Suggestions - Exam 2023
Mohammad Altaf Husain BA (Hons), M.A. (DU), B.C.S. (Edn), M.Ed (Leeds, UK RCM, Plymouth UK Formerly Associate Professor, Dept. of English, Govt Bangla College, Mirpur, Dhaka: Hatiya Dwip Govt. College, Noakhal; Cumilla Teachers' Training College, Cumilla; Feni Teachers' Training College. Feni: Assistant Professor of English. Sunamganj Govt. College. Sunamganj Lecturer in English, Noakhall Govt. College, Noakhal Ramganj Govt College, Lakshmipur, Sythet Govt. Alle Madrasah, Sylhet Sylhet Govt. College, Sythet. Head of the Dept. of English, Sonargaon Govt. Degree College, Sonargaon, Narayanganj Ex-Head Examiner: Dhaka Education Board. Ex-Question Setter, Moderator: HSC English of different Boards