মাহমুদ এ রউফ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মাঝে একটি সুপরিচিত নাম। পেশায় একজন একাউন্ট্যান্ট হলেও ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিতে সামাজিক-সাংস্কৃতিক সব ধরনের কর্মকাণ্ডে রয়েছে তাঁর প্রশংসনীয় ভূমিকা। একাধিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে রয়েছে তাঁর গভীর সম্পৃক্ততা। ১৯৬২ সাল থেকে তিনি নিরলসভাবে কমিউনিটির সেবা করে যাচ্ছেন। ব্রিটেনে অধ্যয়নরত অবস্থায় তিনি ১৯৬৯ সালে স্বৈরশাসক আইয়ুব খান ও সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের বিরুদ্ধে পরিচালিত আন্দোলনের সঙ্গে জড়িত হন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে লন্ডনে মুক্তিযুদ্ধের সপক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন। ওই সময়ে তিনি যুক্তরাজ্যে ‘বাংলাদেশ ছাত্রসংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটি’ (বাংলাদেশ স্টুডেন্ট অ্যাকশন কমিটি) লন্ডনের নির্বাহী সদস্য এবং পিপলস কালচারাল সোসাইটি (গণসংস্কৃতি সংসদ)-এর সহসম্পাদকের দায়িত্ব পালন করেন। পিপলস কালচারালস সোসাইটি স্বধীনতাযুদ্ধের সময়ে যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে ‘অস্ত্র হাতে তুলে নাও’ নৃত্যনাট্য পরিবেশনের মাধ্যমে বাংলাদেশি জনগোষ্ঠীকে স্বধীনতাযুদ্ধের ব্যাপারে উদ্বুদ্ধ করে জনমত গঠনে পালন করেন অনন্য ভূমিকা।