‘হাদিছ গ্রন্থ ’- বইয়ে আল্লাহ্, ফেরেশতা, পয়গম্বর,.. সৃষ্টি-তত্ত্ব,.. অদৃষ্টবাদ, ... পিতামাতার প্রতি কর্ত্তব্য,... বিশ্ব-ভ্রাতৃত্ব,... ইছলামের প্রসার, তবলীগ, চিরুনির ব্যবহার, সুগন্ধির ব্যবহার, খাতনা, ... হজ্জ, বিবাহ, তালাক, পোষাক, পদচারণ, ধন, ঘুম ইত্যাদি মোট 64টি বিষয়ের উপর হজরত মোহাম্মদ (দ.) এর হাদিছ উল্লেখ করার মাধ্যমে একজন মুছলিমের দৈনন্দিন জীবনে অনুসরণযোগ্য একটি গাইড বইয়ে পরিণত হয়েছে। মানুষের জ্ঞান- ইন্দ্রিয়গ্রাহ্য, সময় ও স্থানের অন্তর্গত। তাই সময় ও স্থান বহির্ভূত ইন্দ্রিয়াতীত বিষয় সঠিক কল্পনা করতে অক্ষম। যেমন ফেরেশতা স্বরূপ কি, বোরাকের আকার কি, মৃত্যুর পর রুহ্ কি আকার ধারণ করে এসকল বণনা অসাধ্য। যা আমরা দেখি নি বা শুনি নি তাহা ভাষা দ্বারা যথাযথ বর্ণনা সম্ভব নয়। তাই অপর জগতের বর্ণনা রূপক স্বরূপ বুঝতে হবে- হাদিছ গ্রন্থের সূচনায় গ্রন্থকার বিষয়টি পরিষ্কার করেছেন। গ্রন্থের ভূমিকায় হাদিছ কি, হাদিছের সংগ্রহ- এসব বিষয় উল্লেখ করেছেন এবং অবতরণিকার ছিয়াহ-ছিত্তাহর প্রণয়নকারীদের নাম ও অতি সংক্ষিপ্ত পরিচিতি উল্লেখ করেছেন। হাদিছ গ্রন্থ বইয়ের শেষে নীতিকথা শিরোনামে দৈনন্দিন প্রয়োজনীয় বহু হাদিছ সংযুক্ত হয়েছে। অবশেষে উপসংহার এবং উর্দু ভাষায় লেখা একটি মোনাজাত দিয়ে বইটির সমাপ্ত করেছেন।