‘জোছনায় ভেজা বর্ষা’ এ কে আজাদ দুলাল’র এক অনবদ্য সৃষ্টি। উপন্যাসের জমিন আমাদের চারপাশের উপজীব্য বিষয়কে কেন্দ্র করে হলেও কোথায় যেন এক ধরনের বেদনার সুর অনুরণিত হতে দেখা যায়। সামাজিকতা, লৈকিকতা, আভিজাত্য আর অহংবোধ মানুষকে কোথায় নিয়ে দাঁড় করায়, তারই এক অনুপম সৌকর্যের উপস্থাপনা ‘জোছনায় ভেজা বর্ষা’। মানুষের মানবিক মূল্যবোধ আর প্রেমময় সুখ জাগানিয়া এক সারল্য কথামালার অনিন্দ্য সুন্দর জমিনে রচিত হয়েছে এ উপন্যাসের প্রতিটি অধ্যায়। প্রাঞ্জল ভাষা ভঙ্গিমায় উপস্থাপন কৌশল পাঠকের মনের কোণে এক ধরনের অনুরণন তুলবে বলে আমার কাছে মনে হয়েছে। ঔপন্যাসিক এ কে আজাদ দুলাল দীর্ঘদিন যাবৎ লেখালেখির সাথে যুক্ত। তাঁর এ উপন্যাসটি প্রথম উপন্যাস হিসেবে পাঠকের হাতে তুলে দেওয়ার আগে একটি কথা বলতে চাই-- যে কোনো বয়সী পাঠক এ উপন্যাসটি পাঠ করে আনন্দের খোরাক খুঁজে পাবেন। ছোটোবেলায় কুড়িয়ে পাওয়া নিঃসন্তান দম্পত্তির কাছে বেড়ে ওঠা বর্ষার আবেগময় জীবন, পৈত্রিক পরিচয়, বেড়ে ওঠা, শেকড়ের টানে ছুটে যাওয়া সেই গ্রামীণ জনপদে-- সবকিছুকে ছাপিয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ফুটে উঠেছে উপন্যাসের পরতে পরতে। জানার আগ্রহে এক নিঃশ্বাসে ঘটনা পরম্পরায় আপনাকে টেনে নিয়ে যাবে শেষ অধ্যায় পর্যন্ত। আনোয়ার কামাল কবি, গল্পকার, প্রাবন্ধিক ও সাহিত্য আলোচক সম্পাদক-- ‘এবং মানুষ’ (সাহিত্য বিষয়ক ছোটোকাগজ) ঢাকা।