গান লেখা শুরু সেই ১৯৮৫ সন থেকে, যখন আমি দশম শ্রেণীর ছাত্র। বাসায় গিটার ছিলো, হারমোনিয়াম ছিলো, আমরা সাত ভাইবোন সবাই গলা ছেড়ে গান গাইতাম তবে সেটি নির্দ্দিষ্ট একটি সময়ের মাঝে আবদ্ধ ছিলো, বিকেল ৪টা থেকে সন্ধ্যা অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বাবা তার দোকান ঘরে থাকতেন। বাবা যে পুরোপুরি সঙ্গীত বিদ্বেষি ছিলেন তা নয় কিন্তু ১৯৮৫ সনে এক সৌদি আরব ফেরত হুজুরের প্ররোচনায় বাবা গানবাজনা, মানুষ-পশুপাখির অবয়ব আঁকা, ড্রইং রুমে ছবি ঝুলানো ইত্যাদি, ইত্যাদির ওপর নানারকম ফতোয়া জারি করলেন। এরই মাঝে আমি আংশিকভাবে হলেও জড়িয়ে পড়লাম ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে। তবে সবই চলছিল বাবার অজান্তে, লিখে ফেললাম একটি গান 'তৃতীয় বিশ্বের একটি দেশ। আমাদের তৎকালীন পাড়া নন্দনকাননের চৌহদ্দিতে আমাদের পুরো পরিবারটি হয়ে উঠলো শিল্পসংস্কৃতির কেন্দ্র রূপে। ১৯৯০ সনে যখন আমি ও কয়েকজন বন্ধু মিলে 'মিটফস মিউজিক স্কুল' প্রতিষ্ঠা করলাম, প্রচুর শিষ্যও জুটে গেল হুড় হুড় করে। আর সেই সাথে বেড়ে গেল আমার গান লেখার প্রবণতা । বিখ্যাত শিল্পীদের গানের পাশাপাশি আমার লেখা ও সুর করা গানগুলোও জনপ্রিয় হয়ে ওঠে ছাত্রদের মাঝে। এরপরের কয়েক বছর আমি মানসিকভাবে বিপর্যস্ত থাকলেও গানের অগ্রযাত্রা কিন্তু থেমে থাকেনি কখনও। ১৯৯৭ সনে 'ট্রায়ো' ব্যান্ড প্রতিষ্ঠার পর আমার গান লেখার গতিতে কিছুটা ভাটা পড়ে কিন্তু অন্যদিকে মিউজিক কম্পোজিশন ব্যাপারটা নিজের ভিতরে আরও বেশি প্রাধান্য পেতে শুরু করে। কারণ মাথায় তখন একটা বিষয়ই ঘুরপাক খেত, কিভাবে নিজস্ব কিছু কম্পোজিশান তৈরি করে ছড়িয়ে দেয়া যায় আমজনতার মাঝে। ২০০০ সন থেকে শুরু হয় আমার কবিতা আর গানের নবযাত্রা, সেই সনে প্রকাশিত আকাশের স্টাফ নোটেশান কাব্যগ্রন্থের অনেকগুলো কবিতাই পরবর্তীতে গান হিসেবে আত্মপ্রকাশ করে, যে-গুলোর মাঝে 'তুমি নাই', ‘পিয়ানো', 'হৃদি' বিশেষভাবে উল্লেখযোগ্য। 'পিয়ানো' গানটি বেনসন এণ্ড হেজেসের (২০০১) সেরা কম্পোজিশন অ্যাওয়ার্ডটি জিতে নেয়। পরবর্তীতে সঙ্গীতের নানান স্টাইলের সাথে মুখোমুখি হতে হতে আমার গানগুলোও ধারণ করেছে নানান রূপ। কিন্তু গত ২০২০ সন থেকে আজ পর্যন্ত লেখা গানগুলোকে আমি আমার সবচেয়ে আকর্ষনীয় কাজ বলে মনে করি। এই গ্রন্থে ৭১টি গান স্থান পেয়েছে এবং অধিকাংশ গানই আমার YouTube Channel: Kaiser Islam-এ আপলোড করা আছে। এখানে শুধু আমার লেখা ও সুর করা গানগুলিকেই সন্নিবেশিত করেছি, অন্যদের লেখা গান, যেগুলি আমি সুর করেছি সেগুলোর স্থান এখানে হয়নি। সর্বশেষে বলতে হয় গান হচ্ছে প্রাণের বিষয়। আর আমার গানগুলি যদি আপনাদের মনতে কিছুটা হলেও আন্দোলিত করে তবে সেটাই হবে আমার সবচেয়ে বড় সার্থকতা। শুভ কামনায় কায়সার মোহাম্মদ ইসলাম ২০ নভেম্বর ২০২১