দর্শন সাধারণত বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করে। দর্শনের একটি নতুন শাখা হিসেবে পরীক্ষামূলক দর্শন বাস্তব সমস্যা সম্পর্কে সাধারণ মানুষের মতামত তথা মনোভাবকে দর্শনের বিভিন্ন তত্ত্ব, নীতি ও আদর্শের আলোকে বিশ্লেষণ করে। পরীক্ষামূলক দর্শনের মধ্যদিয়ে বাস্তবিক সমস্যায় অ-দার্শনিকদের মনোভাব দার্শনিক মতবাদের আলোয় উজ্জ্বল হয়। নবতর এই দর্শনচর্চায় তাই সাধারণ পাঠক সহজেই একাত্ম হতে পারে। কোভিড-১৯ মহামারির মতো অতি বাস্তবিক সমস্যায় নানা সামাজিক, রাজনৈতিক, দার্শনিক এবং বিশেষ করে নৈতিক প্রশ্ন উত্থাপিত হয়েছে। করোনাকালে মানুষের যাপিত জীবনে উদ্ভূত এসব প্রশ্নে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কী ধরনের বিবেচনা বোধ মানদণ্ড হিসেবে কাজ করে এবং এই বিষয়গুলো কীভাবে দর্শনের তত্ত্বের মাধ্যমে সাধারণের বোধগম্য করা যায়, সেই লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম আহমেদের এক অনবদ্য প্রচেষ্টা এই বইটি। করোনা মহামারিতে উদ্ভূত নৈতিক উভয় সংকট কীভাবে সাধারণ মানুষের চিন্তা-ভাবনাকে প্রভাবিত করেছে তা একটি জরিপভিত্তিক গবেষণার মাধ্যমে তিনি তাঁর এই বইয়ে তুলে ধরেছেন। একইসঙ্গে মাঠ পর্যায়ে প্রাপ্ত ফলাফলকে তিনি দর্শনের বিভিন্ন শাখা যেমন নীতিবিদ্যা, সমাজদর্শন ও রাষ্ট্রদর্শনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন দার্শনিক তত্ত্বের আলোকে বিচার-বিশ্লেষণ করেছেন। বাস্তবিক সমস্যায় জনসাধারণের মনোভাবের প্রতিফলন হিসেবে বইটি সাধারণ পাঠকদের কাছে সমাদৃত হবে এবং এর মধ্যদিয়ে দর্শনের প্রতি তাদের আরো আকর্ষণ ও আগ্রহ তৈরি হবে বলে আমরা মনে করি। এজন্য জনাব মাছুম আহমেদের সৃজনশীলতা প্রশংসনীয়। প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান দর্শন বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Title
করোনা মহামারি: নৈতিক উভয় সংকট ও পরীক্ষামূলক দর্শন