কবিতা তো মক্তবের মেয়ে চুলখোলা আয়োগা' কিংবা 'ও পাড়ার সুন্দরী রোজেনা সারা অঙ্গে ঢেউ তার তবু মেয়ে কবিতা বোঝেনা'—'কবিতা কী ও কেন'-এর কোনো উত্তর নেই। কবিতা প্রেমের কবিতা বিরহের কবিতা মিলনের, কবিতা প্রত্যশার, কবিতা চুম্বনের কবিতা আলিঙ্গনের, কবিতা দ্রোহের কবিতা রাজনীতির, কবিতা যুদ্ধের, কবিতা দেশগড়ার, কবিতা ঘামের শ্রমের অভিমানের সান্ত্বনার—এককথায় কবিতা তা-ই যা কিছুটা বলার আর কিছুটা না-বলার। তাই তো বলি কবিতা যুদ্ধের কিংবা কবিতা প্রেয়স- প্রেয়সীর মুখে হাসি ফোটাবার। কবিতা এমন একটি অস্ত্র যা দিয়ে বধ করা যায়, বশ করা যায়, জাগরিত করা যায়, কিংবা অনুপ্রেরণা যোগানো যায়। মানুষকে জানার জন্য, দেশকে ভালোবাসার জন্য, মুক্তিযুদ্ধ ও মানবতার জন্য কিংবা অধিকার আদায়ের প্রশ্নে কবি ও কবিতা সোচ্ছার। প্লেটো থেকে নেরুদা, কিংবা সকোক্লিস থেকে শেকসপীয়র অথবা কাহ্নপা, লুইপা, মধুসূদন, রবীন্দ্রনাথ, নেহরু, বঙ্গবন্ধু শেখ মুজিব প্রত্যেকেই কবি—কেউ কেউ প্রেমের কেউ দ্রোহের, কেউ দেশের। ফারহা মৌরিন মৌ-এর 'নির্বাসিতের পদধ্বনি' গ্রন্থে ব্যক্তিপ্রেম থেকে দেশপ্রেম প্রকাশিত হয়েছে। নিভৃতচারী মৌ একদিন বাংলা কবিতায় তার পাকাপোক্ত আসন করে নেবে—সে বেরিয়ে আসবে আলোর দিকে—জীবনের পথে সে কথারই পদধ্বনির জানান দিলেন 'নির্বাসিতের পদধ্বনি' গ্রন্থে। ড. গোলাম মোস্তফা লেখক, সম্পাদক চেয়ারম্যান FIITS FOUNDATION, DHAKA