বই পড়ার আনন্দ থেকে জন্ম নেয় নিজের সত্য প্রতীতি প্রকাশের চিন্তা। বাঙালির সুস্থ জীবনকে এক অবিনাশী নিত্য ক্রমবর্ধীষ্ণু অবক্ষয় থেকে মুক্তি লাভের স্বপ্ন। চিরন্তন প্রত্যাশা থেকে জন্ম নিয়েছে নির্ভয় একটা লেখার অনন্য ইচ্ছা। যার থেকে প্রথম জন্ম নেয় আত্মতুল্য এ বই 'অকৃতি-অধম' ছক বাঁধা জীবনের অন্তহীন আশাহত মানুষকে মুক্তির এক প্রশস্ত জনপদে আমি অবলীলায় আমার বাস্তবকে, জীবনের তরঙ্গহীন নদীকে, মোহনা খুঁজতে বলেছি। পাঠক নিজে অবশ্যই তার প্রয়োজনে এক বৃহৎ জনগোষ্ঠীর উত্তরণের পথে (মোহনা) মানুষের আর্থিক ও আত্মতৃপ্তি লাভের আশায় সঠিক পথ খুঁজে নেবেন। যেমন এক পিপীলিকা আগলে রাখে এক সহিষ্ণু শৃঙ্খলা ও প্রীতিময় ঐক্য। ঠিক সে রকম কিছু আদর্শিক নীতিবোধসম্পন্ন জৈবশক্তি আমাদের মুক্তি ও শান্তির জন্য বড়োই প্রয়োজন।v আমি মূলত পাঠক। লেখালেখি অতীব অনিত্য। আর নেশাহীন এক মনোবিকাশের তাগিদ আছে বইকি? স্বপ্নহীন, বিপর্যস্ত, এক অস্থির বৈকল্য নিয়ে নিজেই প্রবাহহীন আবদ্ধ জলাশয়, যেখানে নিত্য জন্ম নেয় অপ্রতিরোধ্য শ্যাওলা, ঢেকে দেয় আমার আকাঙ্ক্ষার প্রসূত নীলাকাশ। তাই আমি জাগি বহুবার, আবার মরিও অনেকবার। আমি, তুমি, সে এবং আমরা সকলে কিছু সমাজপতি ও নৃপত্তির অনৈতিক স্খলন, বৈরিতার বিরুদ্ধে প্রতিবাদী অথচ মৌন, ফলে আমরা সকলেই অকৃতি অধম। জীবনের কাব্যবিলাসের জন্য এ বই আমি লিখিনি। শুধু অভিন্ন অঙ্গিকার। ক্রমাগত পীড়ন, দহন আমাকে পাঠকের কাছে আসতে বাধ্য করেছে। আগামী প্রজন্যকে বাঁধতে চেয়েছি দৃঢ় প্রত্যয়ে নির্ভীক সত্যের জন্য নিষ্ঠাবান হতে। অন্তর্মুখী স্বার্থের দ্বন্দ্ব থেকে বেরিয়ে জীবনের মহৎ সত্যের জন্য বলি হতে। আজ বোধের অবক্ষয়, ব্যক্তিস্বার্থের লোভনীয় দাপুটে প্রভুত্বের দাসত্ব থেকে মুক্তি ও প্রকৃতির স্বাভাবিক পাল্টানো নিয়মের সাথে বিসন্ন এক অসুস্থ সময়ের দ্বন্দ্বে জয়ী হতে এ বই সত্যিই বিষের বাঁশি। তাই পাঠকে স্থির হয়ে ভালোবেসে এ বই হতে ভালোবাসা নিতে বিনীত অনুরোধ রাখলাম। আজ আমার লেখা বই এক অতিরিক্ত বিড়ম্বনা নিয়ে পাঠকের দুয়ারে এসে শব্দহীন এক জীবনত ডাক পিওন। তাই আমিও অকৃতি অধম। পরিশেষে, বুদ্ধদেব বসুর মানুষ কবিতার শেষ কটা লাইন অপরিহার্য হয়ে গেল। তাই উল্লেখ করলাম শুনিনু, মানুষ শুধু জীব সৃষ্টি যন্ত্রমাত্র নহে, ক্ষুদ্র খর্ব পশুসম ক্ষীণজীবী নহে তার প্রাণ, বিধাতারও চেয়ে বড়ো-শক্তিমান, আরো সে মহান নিজেরে নতুন করি' গড়িয়াছে আপন আগ্রহে। তবু কাব্য রচিলাম, এই গর্ব বিদ্রোহ আমার। এ-বই প্রতি মুহূর্তে আপনাদেরকে সংস্কারমুক্ত এক মানবিক তরির যাত্রী করুক এ ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে ইতি টানলাম।