ভূমিকা: স্বাগতম! প্রিয় সকলকে, একটি নতুন কাব্যময় রাজ্যে। এটা এমনি এক রাজ্য, যেখানে মনের মন্ত্রমুগ্ধ স্রোতধারা, খুব সহজেই, অস্থিতিশীল পৃথিবীর বুকে শান্তি খোঁজে পায়। জীবনের ক্লান্তিক্ষণ কেটে যায় নিমিষেই। নিমজ্জিত হয় মন-প্রাণ, বিধাতার আশীর্বাদ স্পর্শ করার জন্য। জীবনের পথে বাধা-বিপত্তি আছেই। এতে ছিন্নভিন্ন হয় মন। রক্তক্ষরণ অবিরত হৃদয়ের গভীর থেকেই। তবুও জীবন থেমে থাকে না। এর গল্প চলমান। এক অধ্যায় থেকে আরেক অধ্যায়। যদিও আশারূপ নয় কিন্তু চলমান। এটা বিশ্বাস করতে হবে। জীবনের গানের সুর, হৃদয়ের গভীর থেকেই অনুভব। এসবই সম্ভব, অনন্ত বিশ্বাস আর ভালোবাসার সুবাসে, মহান আল্লাহ্র আশীর্বাদের মাঝেই। ঐশ্বরিক ফুলের সুবাস ছড়াক সবসময়ই, জীবনের গল্প থেকেই। আমীন! বই সম্পর্কিত কিছু কথা: "তবুও জীবনের গল্প চলছে"- এটি এমন একটি কাব্যগ্রন্থ, যেখানে জীবনের রিল চলমান, সর্বদাই। এটি আমার তৃতীয় বাংলা কবিতার বই ( একক)। প্রতিটি শব্দ এসেছে মনের মন্ত্রমুগ্ধ শিল্পের প্রতিফলন হয়ে।আমরা রঙিন স্বপ্ন দিয়ে জীবন সাজাই। কিন্তু জীবনের পথে হাজারো বাধা আসে। এতে মন ভেঙ্গে যায়। জীবন দিকভ্রান্ত হয়। আমি চেষ্টা করেছি, জীবনের রিলকে সচল দেখাতে। সঠিক দিক নির্দেশ করে চলতে। থেমে গেছে মনে হলে, আবার নতুনত্ব নিয়ে চলতে। আমার লেখার মূল উদ্দেশ্য- জীবনের গল্প চলবেই, হোক সে যেকালেরই। কাল্পনিক চরিত্র বা বাস্তব রূপ বা রূপক- এর ব্যবহার, এ সবকিছুর দ্বারাই চেষ্টা করা হয়েছে মনের ভাব প্রকাশ করতে সুন্দরভাবে। যেমন-ধন্যবাদ প্রিয় আল্লাহ্, তবুও এটা তোমার জীবন, আর একবার, স্বপ্নের সুবাস, একটি নতুন রশ্মি, কান্না থামান, বিশেষ একজন, লিলি, লুকানো ভয়, শুভ সকাল, শুভ রাত্রি ইত্যাদি। আমি আশা করি, আপনার অবসর সময়ে, অনন্ত একটি মুহূর্ত হলেও, আমার লেখা প্রশান্তিদায়ক হিসেবে কাজ করবে। এখানে আমার চিন্তাধারা,অনুভূতির বহিঃপ্রকাশ করা হয়েছে। কারো কাছে প্রত্যাশিত না হলে, ক্ষমাপ্রার্থী। যেকোন প্রকার ভুল-ক্রটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ্র রহমতের মাঝেই জীবনের রিল ঘুরতে থাকুক, গল্প চলতে থাকুক। আল্লাহ্ সবাইকে সেইজন্য তৌফিক দান করুন। আমীন! :"তবুও জীবনের গল্প চলছে" জীবনের সাথে সম্পর্কিত প্রাণবন্ত-সুন্দরতম সময়, ঘটনা--- এই বইটিতে কাব্যিক রূপে, হৃদয়ের স্পন্দনে প্রতিফলিত হয়েছে। এতে জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহ্র আশীর্বাদের অংশ হিসেবে নিয়ে, তাঁর প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ করা হয়েছে। কাল্পনিক, রূপক বা বাস্তব--- যেরূপেই থাকুক, প্রতিটি শব্দ, যে কাউকে-ই তার জীবনের রিলের বিচছুরণ দেখাবে।সর্বোপরি, মূল সত্য হল, একটি প্রাণবন্ত জীবনের গল্প লিখা। আমরা আশা করি, ঐকতান প্রকাশনের এই কাব্যগাঁথা (তবুও জীবনের গল্প চলছে) থেকে, পাঠক লেখালেখির জাদুকরি স্পন্দনে, একটি নতুন সুবাস পাবে। কবি এস আফরোজ( সাবিহা আফরোজ /S Afrose- Sabiha Afrose, also is known as Pharmacist) তার কাব্যিক চেতনায়, ইতিমধ্যেই আন্তর্জাতিক লেখালেখির রাজ্যে স্থান করে নিয়েছেন। এখন পর্যন্ত ৩৫ টির বেশি কাব্য সংকলনে(আন্তর্জাতিক)অংশ নিয়েছেন। যদিও তিনি একজন ইংরেজী কবি হিসাবে সুপরিচিত, আমরা আশা করি, বাংলায়, তার প্রতিটি সৃষ্টিও পাঠকের হৃদয় স্পর্শ করবে৷ কাব্যিক রাজ্য, কবির কলমের ছন্দময় পদচারণায় প্রাণবন্ত হয়ে উঠুক। কবির কলমের শক্তি, তারকার ন্যায় অন্ধকারের বুকে জ্বলজ্বল করুক, সবসময়ই। প্রকাশক- ঐকতান প্রকাশন