ভূমিকা ভূমিকা ‘বিষয় সমাজতত্ত্ব—প্রথম খণ্ড : সমাজতাত্ত্বিক জ্ঞানচর্চা' পুস্তকটি প্রকাশিত হল। স্নাতক (অনার্স), স্নাতকোত্তর এবং প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষার এবং আনুষঙ্গিক অন্যান্য অনেক পাঠ্যক্রমের (যেমন, সমাজতাত্ত্বিক নৃবিজ্ঞান, সমাজতাত্ত্বিক দর্শন, সমাজতাত্ত্বিক শিক্ষাবিজ্ঞান, সমাজতাত্ত্বিক ভূগোল, এল. এল-বি প্রভৃতি) ছাত্রছাত্রীদের প্রয়োজন পূরণের উপযোগী করে পুস্তকটি প্রণীত হয়েছে। ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন' কর্তৃক নির্ধারিত এবং তদনুসারে ‘পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রবর্তিত পাঠ্যক্রমের অনুসরণে পুস্তকটির পরিকাঠামো পরিকল্পিত এবং বিষয়বস্তু বিন্যস্ত হয়েছে। সমাজতাত্ত্বিক বিষয়াদির অধ্যয়ন-অনুশীলনে আগ্রহী সাধারণ পাঠকদের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে পুস্তকটির প্রাসঙ্গিকতা প্রশ্নাতীত। ‘বিষয় সমাজতত্ত্ব’ পূর্ব প্রকাশিত পুস্তকটির আলোচিত বিষয়াদির মানোন্নয়নের জন্য এবং সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক অন্যান্য বিষয়ের যেমন— নৃবিদ্যা, দর্শনশাস্ত্র, শিক্ষাবিজ্ঞান, আইন প্রভৃতি বিভাগের ছাত্রছাত্রীদের প্রয়োজন পূরণের উপযোগী করার উদ্দেশ্যে বর্তমান পুস্তকটিতে আনুষঙ্গিক অনেক বিষয়ের আলোচনাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার ফলে, স্বভাবতই পুস্তকটির কলেবর কিছুটা বৃদ্ধি পেয়েছে। উন্নতমানের তত্ত্ব ও তথ্যসমৃদ্ধ আলোচনা পুস্তকটির আকর্ষণ বৃদ্ধিতে সহায়ক হবে। আলোচনা-পর্যালোচনা, প্রণয়ন-প্রকরণ প্রসঙ্গে উন্নততর মান সুনিশ্চিত করার ব্যাপারে উদ্যোগ-আয়োজনের ঘাটতি নেই। পুস্তকটির সামগ্রিক মানোন্নয়ন সম্পাদন সম্পর্কিত সর্ববিধ গঠনমূলক সমালোচনা কামনা করি।