ভূমিকা - এই উপন্যাসের প্রতিটি চরিত্র ও ঘটনা কাল্পনিক। কোনো ব্যক্তিস্বার্থ বা উদ্দেশ্য নিয়ে এর পটভূমি চিত্রায়িত হয়নি। বাস্তবের সঙ্গে কোনো ঘটনার কোথাও, কোনো মিল নেই। যদি কোনো চরিত্রের, নামের বা ঘটনার সঙ্গে বাস্তবের মিল পাওয়া যায়, সেটা কাকতাল ছাড়া আর কিছুই না।
কাহিনি সংক্ষেপ রাজনীতির প্রতি আগ্রহ না থাকলেও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর, পিয়াস ঘটনাক্রমে রাজনীতিতে জড়িয়ে পড়ে। বাবা-মা এবং স্বজনেরা, তার এই রাজনৈতিক জীবন নিয়ে সারাক্ষণ উৎকন্ঠিত থাকে। রাজনীতিতে পিয়াসের সম্পৃক্ততা যত বাড়তে থাকে, পরিবার থেকে রাজনীতি ছাড়ার তাগিদও ততই বাড়তে থাকে। এদিকে আবার রাজনীতির কারণেই বেলার সঙ্গে পিয়াসের পরিচয় হয়। মনের অজান্তেই বেলাকে সে ভালোবেসে ফেলে। শুরু হয় পিয়াস-বেলার প্রেমের আখ্যান।
পিয়াস রাজনীতিতে যত গভীরভাবে জড়িয়ে পড়ছিল, এর কদর্য দিকগুলো ওর চোখের সামনে ততই উন্মুক্ত হচ্ছিল। সে রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ হয়ে, যখনই সেখান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল, তখনই তার জীবনে শুরু হলো, নতুন, নতুন জটিলতা। পরিস্থিতির ভয়াবহতায় শেষ পর্যন্ত তাকে দেশ ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হলো। অসহনীয় যন্ত্রণাকে সঙ্গী করে, একসময় পিয়াস পাড়ি জমায় পরবাসে। এদিকে বেলা দিন গুনতে থাকে, কবে সে পৌঁছাতে পারবে প্রাণেশ্বরের কাছে। ঘটনা আর দুর্ঘটনার বিভিন্ন মোড়ে বাঁক নিয়ে, কাহিনি এগিয়ে যেতে থাকে। ঋতুর আবর্তে বসন্ত আসে। তাদের জীবনেও বসন্তের আগমনী ধ্বনি বেজে ওঠে। তারপর আবারও কঠিন এক মোড় আসে জীবনে……