সলিল চৌধুরী উপমহাদেশের সংস্কৃতি জগতের অগ্রগণ্য একজন শিল্পী। সংগীত, সাহিত্য, নাটক, চলচ্চিত্র এবং রাজনীতি সর্বত্রই তাঁর স্বতঃস্ফূর্ত ও সাবলীল পদচারণা। কারো আগে বা পরে বা পাশে তাঁর নামের উচ্চারণের প্রয়োজন পড়ে না । তিনি তাঁর বিচরণের ক্ষেত্রে স্বমহিমায় স্বতন্ত্র। তবে সব ছাপিয়ে একজন সংগীতজ্ঞ রূপেই তাঁর গৌরবদীপ্ত উপস্থিতি। শৈবাল চৌধুরীর লেখা এ গ্রন্থে সলিলের সব ক্ষেত্র নিয়ে আলোচনার প্রয়াস থাকলেও সংগীতজ্ঞ সলিল চৌধুরীকেই উপস্থাপনের প্রচেষ্টা মুখ্য। নিজের পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও অনুভবের মধ্য দিয়ে তিনি এই মহাশিল্পীর শিল্পকর্মকে অনুধাবনের চেষ্টা করেছেন ভিন্নধরনের এই গ্রন্থে। . শৈবাল চৌধুরী চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে ১৯৭৯ সাল থেকে সংযুক্ত। তখন থেকেই লেখালেখির শুরু। মূল বিষয়-চলচ্চিত্র। আমাদের সাহিত্যে এখনো উপেক্ষিত চলচ্চিত্র সাহিত্যকে নিজের ক্ষেত্র করে নিয়েছেন তিনি দায়বদ্ধতায় । দ্বিতীয় বিষয়- সংগীত। এ বিষয়ে তার অনেক লেখালেখি থাকলেও সংগীত বিষয়ক গ্রন্থ এটা প্রথম । গ্রন্থ হিসেবে এটি তৃতীয় । এর পূর্ববর্তী দু'টি গ্রন্থ চলচ্চিত্র বিষয়ক চলচ্চিত্রের পটভূমিকায় (১৯৯৬) ও রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা (১৯৯৭)। দীর্ঘদিনের ব্যবধানে তৃতীয় গ্রন্থের প্রকাশ। চলচ্চিত্র নির্মাণেও নিয়োজিত । এ পর্যন্ত নির্মাণ করেছেন পাঁচটি প্রামাণ্যচলচ্চিত্র। প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে যুক্ত চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সঙ্গে ১৯৯৩ সাল থেকে। জন্ম ১৫ জুন ১৯৬১, চট্টগ্রাম শহরে । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হিসাব বিজ্ঞান ও অর্থ বিজ্ঞানে।