মায়ের পেরেশানী আমাকে প্রহারের চেয়েও বেশি কষ্ট দেয় আল্লামা আহমদ বিন আতিয়্যাহ বলেন, একদিন হাসান বিন রাবি রহ.-এর নিকট আমরা উপস্থিত থাকাবস্থায় তিনি এক ব্যক্তিকে বললেন, এমন কে আছে যে ইমাম আযম আবু হানীফা রহ.-এর চেয়ে উত্তম ধৈর্যশীল কাউকে দেখাতে সক্ষম। ইমাম আযম আবু হানীফা রহ.-কে যখন বলা হয় আপনি দুনিয়া গ্রহণ করুন তখন তিনি বলেন, আমি তা গ্রহণ করবো না। আমি তাকে এ কথাও বলতে শুনেছি, আমাকে প্রহারের কারণে আমি যে কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি আমাকে প্রহারের কারণে মায়ের পেরেশানি দেখে। আমার মা আমাকে বলেছেন, হে নোমান! যে এলেম তোমাকে এ অবস্থার সম্মুখীন করে তোমার উচিৎ সে এলেম থেকে দূরে থাকা। আমি বললাম, হে আমার দরদী মাতা! আমি যদি এই এলেম দ্বারা দুনিয়া কামাতে চাইতাম তাহলে তা করতে সক্ষম হতাম, কিন্তু আমার উদ্দেশ্য আমার আল্লাহকে জানিয়ে রাখা যে, আমি এলেমেকে রক্ষা করেছি এবং তা রক্ষায় আমি নিজেকে ধ্বংসের সম্মুখীন করি। (তাবাকাতে হারফিয়্যাহ আল্লামা আহমদ বিন মুহাম্মাদ বিন মুলস রহ. বলেন, আমাকে নসর বিন আলী জাহদামী রহ. বলেছেন, আমি একদিন আল্লামা আবদুল্লাহ বিন দাউদ খারিবীর নিকট বসা ছিলাম। তখন এক ব্যক্তি আবু হানীফা রহ.-এর আলোচনা করে তাকে গালি দিয়ে আল্লামা আবদুল্লাহ বিন দাউদ রহ. বলেন, ইমাম আমাশ মুজাহিদের সূত্রে, আর তিনি ইবনে আব্বাসের সূত্রে বর্ণনা করে বলেন, রাসূল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের নিকট ইয়ামেনবাসী আগমন করবে। তারা নরম দিল ও কোমল হৃদয়ের অধিবাসী হবে। কিছু লোক তাদের লাঞ্চিত করতে চাবে। কিন্তু আল্লাহ তাদের মর্যাদা উঁচু করবেন। (রবিউল আবরার) আল্লামা আলি ইবনুল মাদিনী রহ. বলেন, আমি আল্লামা ইউসুফ বিন খালিদ সুমতি রহ.-কে বলতে শুনেছি, আমরা বসরায় হাসান বসরির মজলিসে আসা যাওয়া করতাম। যখন গমন করে ইমাম আযম আবু হানীফা রহ.-এর মজলিসে উপস্থিত হই তখন মনে মনে বলি, কোথায় সমুদ্র কোথায় খাল। ইমাম আযম আবু হানীফা রহ.-এর আলোচনা যার মুখে শুনেছি তাকে এ কথাও বলতে শুনেছি, আমি ইমাম আযম আবু হানীফা রহ.-এর মতো কাউকে দেখিনি। ইলমের জন্য তার ত্যাগ অতুলনীয়। তিনি ছিলেন ঈর্ষার পাত্র। (আবু হানীফ কে খবর) আল্লামা আবু আসেম নুবাইল রহ. ইমাম আযম আবু হানীফা রহ.-এর সূত্রে একটি হাদীস বর্ণনা করলে মজলিসে শোরগোল শুরু হয়। আবু আসেম শোরগোলের কারণ জিজ্ঞেসা করলে তাকে বলা হয়, মজলিসের লোকেরা ইমাম আযম আবু হানীফা রহ.-এর আলোচনা অপছন্দ করছে। আল্লামা আবু আসেম রহ. বলেন, তিনি ছিলেন ফকিহ ধার্মিক ও ঈর্ষার পাত্র। ইমাম আযম আবু হানীফা রহ.-এর সমালোচনা কারীদের দৃষ্টান্ত ইবনে কায়সের কবিতার মতো, মহান ব্যক্তিদের গুনাবলি দ্বারা আল্লাহ তোমায় গুণান্বিত করেছেন এটিই তাদের হিংসার কারণ । (আবু হানীফা কে খবর)