সময়ের পালাবদলে নিত্য নতুন সংস্কৃতি কালচার মানুষকে স্পর্শ করে থাকে। আর যে—কোন সভ্যতা সংস্কৃতির দুরকম প্রতিক্রিয়া-ফলাফল– ১.হয়ত এই সংস্কৃতি কালচার মানুষকে উন্নতি-অগ্রগতির সর্বোচ্চ শিখরে পৌঁছে দেয়। ২.অথবা এর দ্বারা সমাজে চরমভাবে নৈতিক অবক্ষয় অধঃপতন নেমে আসে। এককথায় যাকে বলা যায় অপসংস্কৃতির আগ্রাসন। বর্তমানে আমাদের বাঙালি সমাজ এই অপসংস্কৃতির আগ্রাসনে জর্জরিত। পশ্চিমা সভ্যতার নামে নোংরা কালচারে আজকের যুবক-যুবতিরা দারুনভাবে প্রভাবিত। ওই সভ্যতার ছলে অসভ্যতার ধ্বজাধারীরা নারীবাদ ও সমান অধিকারের নামে ছেলে-মেয়েদের বেপর্দা বেহায়ার মতো রাস্তায় নামিয়ে আনতে উৎসাহিত করে। শেষতক সত্যিকারের প্রেম ভালোবাসার প্রলোভন দেখিয়ে ছেলে মেয়েকে ধোঁকা দেয়, আর মেয়ে ছেলেকে। ঠিক এর বিপরীতে নয় নাফিস সাদিক। পশ্চিমা নোংরা সভ্যতা সংস্কৃতিতে প্রভাবিত এ যুবক নিজেকে ওনেক বড় বিজনেসম্যান পরিচয় দিয়ে প্রভাবিত করে সামিয়া নামের ধার্মিক ফ্যামিলির এক সহজসরল মেয়েকে। নাফিস সাদিক নিজ ভুয়া পরিচয়ে কীভাবে সামিয়াকে আকৃষ্ট করে, তারপর সামিয়াও কীভাবে তার ফাঁদে পা দেয়, এবং শেষ পর্যন্ত এর পরিনতি কী হয় এটা জানার জন্য বাকি কাহিনি বইয়ে উল্লেখ আছে। পাশাপাশি অপসংস্কৃতির ভয়াল থাবা ও এর করুন পরিনতি থেকে বাঁচতে বর্তমান যুবসমাজকে কীভাবে পরিচালনা করতে হবে, গল্পচ্ছলে সেটিও বলা হয়েছে এতে। তাই দেরি না করে সেগুলো জানতে সংগ্রহ করুন আমাদের নিম্নোক্ত বইটি—