লিখব, তাও আবার ছাপার অক্ষরে বের করার জন্য, এরকম স্বপ্ন আমার কোনদিন ছিল না। নিজেকে অতদূর যোগ্যও মনে করিনি। তবে ছোটবেলা থেকে কোন একটি বিষয় বা ঘটনার যথাসম্ভব বিস্তারিত যুক্তিপূর্ণ বর্ণনা করার স্বভাব আমার পিতার (ছাবের আহমদ মাস্টার) কাছ থেকে উত্তরাধিকার সূত্রেই পেয়েছি। নব্বই-এর দশকের গোড়ার থেকে রম্যলেখক কথাসাহিত্যিক পূর্ব পাকিস্তান আইন পরিষদের সাবেক সদস্য অধ্যাপক আসহাব উদ্দিন আহমদ শ্রদ্ধাষ্পদের সাথে নানাবিধ ঘটনাবলী নিয়ে আলাপ হতো। এলাকার প্রয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরে লেখা আমার কয়েকটি দরখাস্ত দেখে তিনি আমাকে লেখার কাজ শুরু করার জন্য পরামর্শ দিতেন। সেই সময় আমার ব্যস্ততা দেখে তিনি বলতেন, ‘মনে দাগ কাটা বিষয়গুলো ২/১ লাইনে নোট করে রাখলে সময় অনুযায়ী তা রচনা আকারে লেখা যায়’। তাঁর এই পরামর্শ আমার মনপুত হয়েছিল। অন্যদিকে এই কথাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল করিম স্যারের সাথে আলাপ করলে তিনিও আমাকে এ ব্যাপারে উৎসাহিত করেন। পরামর্শগুলো আমাকে লেখার জন্য প্রভাবিত করে। আমার লেখায় আমি সাহিত্যমান ও পা-িত্যের দিকে নজর দিইনি। সহজ সরল ভাষায় নিজের দেখা বিষয় ও অনুভূতিগুলো বর্ণনা করার চেষ্টা করেছি। আমার লেখার বিষয়সমূহ চলার পথের অভিজ্ঞতা থেকে সংগৃহীত। লেখাগুলো পাঠকবৃন্দের কাছে নতুন কোন বিষয় বলে বিবেচিত হবে না, তা আমি এক প্রকার নিশ্চিত। সুতরাং সজ্ঞানে পাঠকবৃন্দের কাছে আমি আমার দেখা ও উপলব্ধিতে আসা বিষয়গুলো লেখার মাধ্যমে তুলে ধরে -এর সামাজিক বা নৈতিক মানদ-ের রূপ খোঁজার চেষ্টা করেছি। সাহিত্যমান বিবেচনায় না এনে আমার ভাব বর্ণনাটুকু পাঠকের বোধগম্য হলেই আমার উদ্দেশ্য অনেকটা সফল হবে বলে মনে করি। মুদ্রণে আমাকে সাহায্য করেছেন নাছিরুল ইসলাম, মাহফুজুর রহমান নয়ন, হামিদ ও হাবিবুল্লাহ। প্রুফ দেখায় সহযোগিতায় ছিলেন প্রয়াত কবি নূর মোহাম্মদ রফিক, লেখক-প্রাবন্ধিক রেবা বড়–য়া, আমার ছেলে মুবিদুর রহমান সুজাত। বলাকা প্রকাশনীর স্বত্বাধিকারী জামাল উদ্দিনসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কতৃজ্ঞতা। আমি ঋণ স্বীকার করি আমার স্ত্রী শওকত আরা বেগম, আমার ছোট ভাই মুহাম্মদ মসিউর রহমান, আমার পুত্র-কন্যা, জামাতা, পুত্রবধূগণ ও প্রাণপ্রিয় নাতি-নাতনিদের প্রতি। তাদের সহযোগিতা ও সহনশীলতা ছাড়া আমার একাজ অসম্ভব ছিল। পুরো বই লেখা ও প্রকাশের ক্ষেত্রে যাবতীয় ত্রুটির জন্য সম্মানিত পাঠকের প্রতি ক্ষমাপ্রার্থী। মুহাম্মদ মুজিবুর রহমান